Pakistani Actors Who Worked In Popular Bollywood Movies : কয়েক বছর আগে পর্যন্ত পাকিস্তানের একাধিক অভিনেতা এবং অভিনেত্রীরা ভারতবর্ষে এসে কাজ করে গিয়েছেন। নায়ক-নায়িকা থেকে গায়ক, পাকিস্তানি শিল্পীদের অনেক ভালবাসা দিয়েছে ভারতবর্ষ। এমন বেশ কিছু তারকা আছেন যারা বলিউডে কাজ করার পর অনেক জনপ্রিয়তা পান। আজকের এই প্রতিবেদনে রইল তেমনই পাঁচ পাকিস্তানি তারকার তালিকা।
আলি জাফর (Ali Zafar) : আলি জাফর হলেন পাকিস্তানের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম। তবে তার কেরিয়ারের সূত্রপাত হয়েছিল বলিউড থেকেই। প্রতিবেশী রাষ্ট্রের এই তারকা ভারতবর্ষে এসে একাধিক সুপারহিট সিনেমাতে অভিনয় করে গিয়েছেন। তার মধ্যে মেরে ব্রাদার কি দুলহান, চশমে বদ্দুর, কিল দিল, তেরে বিন লাদেন উল্লেখযোগ্য। তিনি বলিউড থেকে প্রচুর অর্থ নিয়ে গিয়েছেন নিজের দেশে।
ফাওয়াদ খান (Fawad Khan) : পাকিস্তানের অন্যতম একজন বড় অভিনেতা হলেন ফাওয়াদ খান। আজও ভারতবর্ষের বহু মহিলা ভক্তের মাঝে তাকে নিয়ে ক্রেজ লক্ষ্য করা যায়। তিনিও বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে খুবসুরাত, অ্যায় দিল হ্যায় মুশকিল, কাপুর এন্ড সন্স উল্লেখযোগ্য।
মাহিরা খান (Mahira Khan) : এই পাকিস্তানি অভিনেত্রী শাহরুখ খানের ‘রইস’ ছবিতে অভিনয় করেছিলেন। পাকিস্তানের পাশাপাশি ভারতেও মাহিরার বেশ ফ্যান বেশ তৈরি হয়েছিল। কিন্তু ওই একটি ছবির পর তাকে আর বলিউডে দেখা যায়নি। ভারত সরকারের নতুন নিয়ম অনুসারে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করা বন্ধ হয়ে যায়। তাই মাহিরাকেও ফিরে যেতে হয় নিজের দেশে।
আরও পড়ুন – ভাগ্যশ্রী থেকে অদিতি, ২ বাঙালি নায়িকাসহ এই ৯ অভিনেত্রী বাস্তবে রাজকন্যা
ইমরান আব্বাস নকভি (Imran Abbas Naqvi) : পাকিস্তানের অন্যতম একজন জনপ্রিয় অভিনেতা ইমরানও বলিউডে এসেছিলেন ভাগ্য পরীক্ষা করার জন্য। তিনি ক্রিয়েচার, জানিসার ছবিতে অভিনয় করেছেন। কিন্তু এখন আর বলিউডে তাকে দেখা যায় না। তাকেও ফিরে যেতে হয়েছে নিজের দেশে।
আরও পড়ুন – রিনা, কিরণ কেউই নয়, আমির খানের প্রথম স্ত্রী ছিলেন কে? পরিচয় জানলে চমকে যাবেন
মাওরা হুসেইন (Mawra Hussain) : মাওরার কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হয়ে থাকবে ‘সনম তেরি কসম’ ছবিটি। এই ছবিতে অভিনয়ের পর বলিউডের অন্যতম একজন সেরা অভিনেত্রী হয়ে উঠেছিলেন মাওরা। কিন্তু পাকিস্তানি শিল্পীরা ভারতে ব্যান হয়ে যাওয়ার পর মাওরাকেও তার নিজের দেশে ফিরতে হয়।।