South Superstars Educational Qualification : দক্ষিণী সিনেমা (South Indian Movie) -র কাছে এখন হালে পানি পাচ্ছে না বলিউড (Bollywood)। দক্ষিণী তারকাদের তুখর অভিনয় তো বটেই, স্টার ইমেজও বেশ কাজে লাগছে বক্স অফিসে ঝড় তুলতে। তবে জানেন কি দক্ষিণের এই সুপারস্টারদের ঝুলিতে রয়েছে বড় বড় ডিগ্রী? পড়াশোনাতে তারা সকলেই ছিলেন মেধাবী। এক নজরে দেখে নিন জনপ্রিয় কলিউড (Kollywood) তারকাদের শিক্ষাগত যোগ্যতা।
অল্লু অর্জুন (Allu Arjun) : অল্লু অর্জুন দক্ষিণের একজন অনেক বড় সুপারস্টার। তবে ‘পুষ্পা’ ছবিটি তাকে প্যান ইন্ডিয়া সুপারস্টার করে তুলেছে রাতারাতি। অল্লু কিন্তু চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুল থেকে পড়াশোনা করেন। তারপর হায়দ্রাবাদের এমএসআর কলেজ থেকে বিবিএ ডিগ্রী নিয়েছেন তিনি।
প্রভাস (Prabhas) : বাহুবলী, আদিপুরুষ খ্যাত অভিনেতা প্রভাসও পড়াশোনার দিক থেকে কিছু কম যান না। তিনি হায়দ্রাবাদের শ্রীচৈতন্য কলেজ থেকে বি টেক ডিগ্রি নিয়েছেন। পড়াশোনা শেষ করে তবেই অভিনয়ে পা রেখেছিলেন প্রভাস।
বিজয় দেবরাকোন্ডা (Vijay Devarakonda) : দক্ষিণের এই সুপারস্টার হলেন ন্যাশনাল ক্রাশ। গোটা দেশজুড়ে তার মহিলা ভক্তদের মাতামাতি চোখে পড়ার মত। তিনি হায়দ্রাবাদের বাদ্রুকা কলেজ অব কমার্স এন্ড আর্টস থেকে পড়াশোনা করেছেন। তিনি বি.কম ডিগ্রি পেয়েছেন।
ধানুষ (Dhanush) : এখন শুধু দক্ষিণ ভারতে নয়, বলিউডেও বেশ জনপ্রিয়তা রয়েছে ধানুষের। তিনি মাদুরাইয়ের কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক হয়েছেন। ধানুষ হলেন দক্ষিণের থালাইভা রজনীকান্তের প্রাক্তন জামাই।
আরও পড়ুন : থালাইভা, থালাপতি থেকে নায়কন, দক্ষিণী সুপারস্টারদের উপাধির আসল অর্থগুলি জানেন?
রামচরণ (Ramcharan) : এস এস রাজামৌলির ‘আর আর আর’ সিনেমার দৌলতে রামচরণ এখন একজন বিশ্ব বিখ্যাত তারকা। তিনিও কিন্তু পড়াশোনাতে দুর্দান্ত মেধাবী ছিলেন। তিনি প্রথমে হায়দ্রাবাদের সেন্ট মেরি কলেজে পড়েন। তারপর লন্ডন স্কুল অব আর্টস এবং নমিত কাপুর অ্যাক্টিং স্কুল থেকে অভিনয়ের পাঠ নেন।
আরও পড়ুন : ‘রকিভাই’ যশ থেকে ‘বাহুবলী’ প্রভাস, এই ৫ সুপারস্টারের আসল নাম ৯৯% মানুষই জানেন না