এক সময় খানদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি (Hindi film industry)-র হিট মেশিন বলে ডাকা হতো। কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। এখন খানদের সিনেমাও বক্স অফিসে চলছে না। তবে শুধু মাত্র খানরা নয়, গত কয়েক বছরে বলিউডের বহু জনপ্রিয় অভিনেতার ছবি বক্স অফিসে আশানুরূপ ফল করতে পারেনি। এই তালিকায় এমন কিছু ছবির নাম দেওয়া হয়েছে যেগুলি নিজের বাজেটের থেকে বেশি টাকা উপার্জন করা সত্ত্বেও ফ্লপ ছবি হিসেবে ধরা হয়।
কিসি কা ভাই কিসি কি জান (Kisi Ka Bhai Kisi Ki Jaan) : চলতি বছরেই বড় পর্দায় মুক্তি পেয়েছিল সলমন খান (Salman Khan)-এর বহু চর্চতি এই ছবিটি। কিন্তু ১২০ কোটি টাকায় নির্মিত এই ছবিটি বক্স অফিসে মাত্র ১৫০ কোটি টাকা আয় করেছে। এই জন্য ছবিটিকে ফ্লপ ছবি হিসেবেই ধরা হয়েছে।
৮৩ (83) : গত বছর মুক্তি পেয়েছিল রণবীর সিং (Ranveer Singh) অভিনীত এই ছবিটি। ছবিতে ক্রিকেটার কপিল দেব (Kapil Dev)-এর ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর সিং। কিন্তু তাও বক্স অফিসে সফল হয়নি ছবিটি। ২৬০ কোটি টাকায় নির্মিত এই ছবিটি মোট ১০৩ কোটি টাকা আয় করেছিল।
টিউবলাইট (Tubelight) : সলমন খান অভিনীত এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এই ছবিটিও বক্স অফিসে সফল হয়নি। ১৩৫ কোটি টাকায় নির্মিত এই ছবিটি মোট ১১৪ কোটি টাকা আয় করেছিল। এই জন্য এই ছবিকে ফ্লপ ছবি হিসেবেই ধরা হয়।
জিরো (Zero) : ২০১৮ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত জিরো ছবিটি। এই ছবিটিও বক্স অফিসে মুখ থুবড়ে পরেছিল। ১৭৮ কোটি টাকার এই ছবিটি মোট ১৭০ কোটি টাকা উপার্জন করেছিল। তাই ছবিটিকে ফ্লপ ছবি হিসেবে ধরা হয়।
থাগস অফ হিন্দুস্তান (Thugs of Hindostan) : ‘যশ রাজ ফিল্মস’ (Yash Raj Films)-এর প্রযোজনায় নির্মিত হয়েছিল জনপ্রিয় এই ছবিটি। ৩০০ কোটির বাজেটে তৈরি এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান (Aamir Khan) ও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-এর মতো অভিনেতারা। কিন্তু তাও বক্স অফিসে মাত্র ১৩৮ কোটি টাকা উপার্জন করতে পেরেছিল এই ছবিটি।
আরও পড়ুন : বলিউডে ঝড় তুলতে আসছে হৃতিক রোশনের এই ৯টি ছবি, বক্স অফিসে গড়বে নতুন রেকর্ড
বিক্রম ভেদা (Vikram Vedha) : গতবছর মুক্তি পেয়েছিল হৃতিক রোশন (Hrithik Roshan) ও সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত এই ছবিটি। ছবির বাজেট ছিল প্রায় ১৭৫ কোটি টাকা কিন্তু বক্স অফিসে ১০০ কোটি টাকার বেশি কালেকশন করতে পারেনি এই ছবিটি। তাই এই ছবিটিও ফ্লপ ছবি হিসেবেই ধরা হবে।
আরও পড়ুন : কে সেরা : শাহরুখ সলমান নাকি আমির? প্রকাশ্যে এল তালিকা