বলিউডের সেরা ৫ পরিচালক যারা ব্লকবাস্টার ছবি বানিয়েছেন, রয়েছেন এক বাঙালিও

5 Best Movie Directors Of Bollywood : একটি ছবিতে যেমন নায়ক-নায়িকার ভূমিকা রয়েছে, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই ছবির পরিচালক (director)-এর। কারণ পরিচালক না থাকলে ছবি নির্মাণ করা সম্ভব নয়, তাই জন্য সব ধরনের ছবি নির্মাণ করার জনই পরিচালকের দরকার রয়েছে। আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি (Hindi film industry)-তেও এমন কিছু পরিচালক রয়েছে যারা একাধিক ব্লকবাস্টার (Blockbuster) ছবি উপহার দিয়েছেন দর্শকদের। জেনে নিন এই তালিকায় নাম রয়েছে কোন কোন পরিচালকের।

রোহিত শেঠি (Rohit Shetty) : ২০০৩ সালে প্রথম ছবি বানিয়েছিলেন তিনি। সেই ছবির নাম ছিল ‘জামিন’ (Zameen)। এই ছবিটি বক্স অফিসে ভালো কালেকশন করার পর বহু ছবি নির্মাণের সুযোগ পান তিনি। এখনও পর্যন্ত মোট ১৪ টি ছবি বানিয়েছেন তিনি যার মধ্যে ৪টে ব্লকবাস্টার, দুটি সুপারহিট এবং ৪টি হিট ছবি দিয়েছেন।‌ শুধু মাত্র‌ একটি ছবি ফ্লপ হয়েছে তার।

Rajkumar Hirani

রাজকুমার হিরানি (Rajkumar Hirani) : তার প্রথম সফল ছবি হল ‘মুন্না ভাই এমবিবিএস’ (Munna Bhai MBBS)। এরপর তিনি এই ফ্র্যাঞ্চাজির আরও একটি ছবি বানান। সেই ছবিটিও বক্স অফিসে ভালো ফল করে। তারপর ‘থ্রি ইডিয়টস’ (3 idiots), ‘সঞ্জু’ (Sanju) ‘পিকে’ (Pk)-র মত সর্বকালের সেরা ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি।

রাকেশ রোশন (Rakesh Roshan) : রাকেশ রোশনের প্রথম ছবি ছিল ‘কিং অ্যাঙ্কেল’ (King Uncle)। এরপর তিনি ‘করণ অর্জুন’ (Karan Arjun), ‘কাহো না পেয়ার হ্যায়’ (Kaho Naa… Pyaar Hai)-এর মতো ব্লকবাস্টার ছবি উপহার দেন। বলিউডের প্রথম ব্লকবাস্টার সুপরহিরো ছবি ‘কৃশ’ (Krrish) তিনিই বানিয়ে ছিলেন।

Ali Abbas Zafar

আলি আব্বাস জাফর (Ali Abbas Zafar) : ‘মেরে ব্রাদার কি দুলহান’ (Mere Brother Ki Dulhan) ছবি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তারপর ‘সুলতান’ (sultan), ‘টাইগার জিন্দা হ্যায়’ (Tiger Zinda Hai)-এর মতো ব্লকবাস্টার সিনেমা নির্মাণ করেছেন তিনি।

Ayan Mukerji

আরও পড়ুন : ভারতের সবথেকে ধনী পরিচালক, রাজামৌলির সম্পত্তির পরিমাণ জানলে ঘুরে যাবে মাথা

অয়ন মুখার্জি (Ayan Mukerji) : ওয়েক আপ সিড’ (Wake up Sid) এবং ‘ইয়ে হ্যায় জাওয়ানি’ (Yeh Hai Jawani)-মতো ব্লকবাস্টার ছবি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন‌ । গত বছর মুক্তি পেয়েছিল তার ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) ছবিটি। এই ছবিটিও বক্স অফিসে ভালো কালেকশন করেছিল।

আরও পড়ুন : ৪ জন স্ত্রী, গোটা জীবনে মাত্র ২টি ছবি, ‘মুঘল-এ-আজম’ পরিচালকের জীবন যেন সিনেমা