ভারতের সবথেকে ধনী পরিচালক, রাজামৌলির সম্পত্তির পরিমাণ জানলে ঘুরে যাবে মাথা

এবছরে অস্কারের মঞ্চে ভারতীয় সিনেমার নাম উজ্জ্বল করেছে ‘আর আর আর’ (RRR)। এই ছবির জনপ্রিয় গান ‘নাটু নাটু’ (Natu Natu) হাত ধরেই ভারতে এসেছে অস্কার (Oscar)। এই ছবি মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড ভাঙতে শুরু করেছিলেন।

কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পেল তখন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল এই ছবি। সেখানে বহু মানুষের মনে জায়গা বানিয়ে ফেলেছিল ছবির মুখ্য দুই চরিত্র ভীম আর রামরাজু। হলিউডের জনপ্রিয় পরিচালকরা এস এস রাজমৌলির (SS Rajamouli) এই কাজের প্রশংসা করেছে।

S S RAJAMOULI

যদিও এই প্রথম নয়, ‘বাহুবলী’, ‘ইগা’র মতো ছবিও আমাদের উপহার দিয়েছেন পরিচালক রাজামৌলি। তাই তার ছবি মানেই বক্স অফিসে ৫০০ কোটি , ১০০০ কোটি। কিন্তু অনেকেই হয়তো‌ জানেন না, পরিচালক রাজমৌলি কত‌ টাকা উপার্জন করেন বা তার সম্পত্তির পরিমাণ কত?

দক্ষিণী ছবি তারকারাদের মতোই হায়দরাবাদের জুবিলি হিলস এলাকায় বিলাসবহুল বাংলো রয়েছে পরিচালক রাজমৌলির। ২০০৮ সালে কোটি কোটি টাকা খরচা করে এই বাংলো তৈরি করিয়ে ছিলেন তিনি। এই এলাকায় তার প্রতিবেশীদের তালিকায় নাম রয়েছে অল্লু অর্জুন, মহেশ বাবু, প্রভাস, বিজয় দেবেরাকোন্ডা, চিরঞ্জিবীর মতো তারকারাদের।

S S RAJAMOULI

তবে শুধু বাড়ি নয়, বিলাসবহুল গাড়িও রয়েছে রাজমৌলির। যার মধ্যে অন্যতম হল রেঞ্জ রোভার। এই গাড়িটির দাম ২ কোটি ৩৯ লক্ষ থেকে ৪ কোটি ১৭ লক্ষ টাকা হবে। সম্প্রতি বিএমডব্লু সিরিজ়ের একটি কালো চার চাকার গাড়ি কিনেছেন তিনি এই গাড়ির দাম দেড় থেকে পৌনে দু’কোটি টাকা।

S S RAJAMOULI

তার ছবি ৫০০ কোটির নিচে ব্যবসাই করে না। তাই প্রতি ছবির আয়ের ৩৩ শতাংশ লভ্যাংশ তিনি। সেই জন্য প্রতি ছবি থেকে প্রায় ২৪ কোটি টাকা আয় করেন তিনি। এছাড়াও রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে রাজামৌলির। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৫৮ কোটি টাকা। অন্যদিকে খুব শীঘ্রই বড়পর্দায় আসছে রাজামৌলির পরবর্তি ছবি ‘এসএসএমবি২৯’। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তেলেগু সুপারস্টার মহেশ বাবুকে।