খলনায়িকা হয়ে শুরু করেন অভিনয়, আজ বাংলা সিরিয়ালের সেরা নায়িকা এই ৪ অভিনেত্রী

খলনায়িকা হয়ে শুরু কেরিয়ার, নায়িকা হয়ে আজ জনপ্রিয়তার শিখরে রয়েছেন এই ৪ অভিনেত্রী

বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) অভিনেত্রীদের মধ্যে অনেকেই আছেন যারা দর্শকদের খুবই পছন্দের নায়িকা। অভিনয় গুণে তারা আট থেকে আশি সকলকেই মুগ্ধ করেছেন। মিঠাই, দীপা থেকে শুরু করে জগদ্ধাত্রী ও অন্যান্যদের স্ক্রিন প্রেজেন্স ভীষণ পছন্দ করেন দর্শকরা। এরা হলেন আজকের বাংলা সিরিয়ালের সেরা অভিনেত্রী (Best Bengali Mega Serial Actress)

তবে জানেন কি আপনার পছন্দের বেশ কিছু নায়িকা কিন্তু খলনায়িকা হয়ে কেরিয়ার শুরু করেছিলেন? এই তালিকায় মিঠাই থেকে রঞ্জাসহ ৪ সিরিয়াল অভিনেত্রীর নাম রয়েছে। বাংলা সিরিয়াল নায়িকারা খলনায়িকা হয়েও প্রমাণ করেছেন তারা কত বড় মাপের অভিনেত্রী। আজকের এই প্রতিবেদনে দেখুন তাদের তালিকা।

Debchandrima Singha Roy

দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy) : সাঁঝের বাতি, সাহেবের চিঠি সিরিয়ালের নায়িকা দেবচন্দ্রিমাও কিন্তু খলনায়িকা হিসেবেই তার কেরিয়ার শুরু করেছিলেন। তিনি কাজল লতা ধারাবাহিকে ভিলেনের চরিত্রে অভিনয় করেন। নায়িকা হওয়ার পাশাপাশি খলনায়িকা হিসেবেও তিনি ১০-১০ পেয়েছেন দর্শকদের থেকে।

সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) : এই তালিকায় সবার আগে থাকবে মিঠাই সিরিয়ালের নায়িকার নাম। এই সিরিয়াল তাকে জনপ্রিয়তার শিখরে তুলে দিয়েছে। সেই সঙ্গে তার হাতে এসেছে টলিউডে অভিনয় করার সুযোগ। তবে কেরিয়ারের শুরুতে ‘এ আমার গুরুদক্ষিণা’ সিরিয়ালে ভিলেন হিসেবে দেখা গিয়েছিল তাকে।

Dipanwita Rakshit

দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit) : খুকুমণি হোম ডেলিভারি থেকে তুঁতে, দুটি সিরিয়াল করেই বেশ জনপ্রিয় হয়েছেন দীপান্বিতা। এর মধ্যে খুকুমণি হোম ডেলিভারিতে তার ‘পেঁপে দিয়ে চেপে’ সংলাপটি ব্যাপক জনপ্রিয় করে তোলে তাকে। উল্লেখ্য, তিনি সাঁঝের বাতি সিরিয়ালে চুমকি হয়ে অভিনয় করেছিলেন, এই চরিত্রটি খল চরিত্র ছিল।

Idhika Paul

আরও পড়ুন : মিঠাই থেকে দীপা, ডাবল রোলে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন এই ৫ সিরিয়াল অভিনেত্রী

ইধিকা পাল (Idhika Paul) : ইধিকা পালও বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী। এ পর্যন্ত বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করা হয়ে গিয়েছে তার। কপালকুণ্ডলাতে খলনায়িকা হিসেবে অভিনয় করেছিলেন তিনি। তারপর একে একে রিমলি, পিলুতে অভিনয় করেন। পিলুতেও শুরুর দিকে তার চরিত্রটি নেগেটিভ ছিল।

আরও পড়ুন : গল্প অসমাপ্ত রেখেই বিদায় নিচ্ছে মিঠাই, চ্যানেলের তড়িঘড়ি সিদ্ধান্তে ক্ষুব্ধ দর্শকরা