মিঠাই থেকে দীপা, ডাবল রোলে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন এই ৫ সিরিয়াল অভিনেত্রী

সৌমিতৃষা থেকে স্বস্তিকা, ডাবল রোলে দর্শকদের মুগ্ধ করেছেন এই সিরিয়াল অভিনেত্রীরা

Best Bengali Mega Serial Actresses : বাংলা সিরিয়াল মানেই দর্শকদের বিনোদনের একটা বড় মাধ্যম। সন্ধ্যে লাগার মুহূর্ত থেকেই একটার পর একটা সিরিয়াল কার্যত মা ঠাকুমা থেকে শুরু করে এই বর্তমান প্রজন্মকে আজও টিভির সামনে দীর্ঘক্ষণ বসিয়ে রাখতে পারে। আর বাংলা সিরিয়াল মানেই নায়িকা নির্ভর। তারাই হয়ে ওঠেন দর্শকদের ঘরের মেয়ে।

বর্তমানে বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে দর্শকদের পছন্দের বহু নায়িকা রয়েছেন। তাদের সৌন্দর্য্য থেকে অভিনয় দক্ষতা মুগ্ধ করে। সিরিয়ালের এই নায়িকারা যে কত বড় মাপের অভিনেত্রী তা বোঝা যায় যখন তারা ডাবল রোল (Double Role) অভিনয় করেন। আজকের এই প্রতিবেদন রইল তেমনই ৫ অভিনেত্রীর নাম।

Soumitrisha Kundu as mithi and mithai

সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) : এই তালিকায় প্রথম নামটি হল মিঠাই (Mithai) ওরফে সৌমিতৃষার। যাকে একইসঙ্গে সিরিয়ালে মিঠি এবং মিঠাই চরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। দুটি ভিন্ন ধারার চরিত্রে একইসঙ্গে অভিনয় করা সৌমিতৃষার কাছে সহজ ছিল না। তবুও তিনি তা করে দেখিয়েছেন।

শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly) : স্টার জলসার গুড্ডি (Guddi) সিরিয়ালের নায়িকা শ্যামৌপ্তিও রয়েছেন এই তালিকাতে। এখন তিনি ধারাবাহিকে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিকের নায়িকা গুড্ডি এবং তার পালিত মেয়ে রেশমিকে একইরকম দেখতে। এই ব্যাপারে সমালোচনা হলেও শ্যামৌপ্তির ডবল রোলে অভিনয় দেখে মুগ্ধ দর্শকরা।

Indrani Halder

ইন্দ্রাণী হালদার (Indrani Halder) : ইন্দ্রাণী হালদার যে কত বড় মাপের অভিনেত্রী তার প্রমাণ সিনেমাতেই মিলেছে। তিনি অসংখ্য বাংলা সিরিয়ালেও অভিনয় করেছেন। এর মধ্যে একটি ছিল সীমারেখা (Simarekha) যেখানে তাকে নায়িকা এবং খলনায়িকা, উভয় ভূমিকাতেই অভিনয় করতে হয়েছিল।

Kheyali Mondal

খেয়ালি মণ্ডল (Kheyali Mondal) : স্টার জলসার আলতা ফড়িং (Alta Phoring) ধারাবাহিকের নামটা নিশ্চয়ই ভুলে যাননি আপনি? এই সিরিয়ালে ফড়িং এবং তার যমজ বোন জনির চরিত্রে অভিনয় করেন খেয়ালি। দুটি চরিত্রেই তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

Swastika Ghosh

আরও পড়ুন : ডান্স বাংলা ডান্সে আর দেখা যাবে না অঙ্কুশকে? রাতারাতি কেন সঞ্চালনা ছাড়লেন অভিনেতা?

স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) : অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) -র দীপা চরিত্রটির জন্য বেশ জনপ্রিয় হয়েছেন স্বস্তিকা। গল্পের শুরুতেই দেখানো হয়েছিল দীপার মাকে হুবহু তার মতনই দেখতে। তাই ভবিষ্যতে যদি কখনও গল্পে দীপার মায়ের এন্ট্রি হয় তাহলে সেই চরিত্রে স্বস্তিকাই অভিনয় করবেন।

আরও পড়ুন : দীপাকে ছেড়ে সোনার জন্য নতুন মা নিয়ে এল সূর্য, দেখে সিরিয়াল বয়কটের ডাক দিল দর্শকরা