ভারতের এই ১০ অভিনেত্রী হলিউডেও কাজ করেছেন, বিদেশের মাটিতে উজ্জ্বল করেছেন বলিউডের নাম

ভারতের এই ১০ জন বলিউড অভিনেত্রী হলিউডেও কাজ করেছেন

নিজের অভিনয় দক্ষতার জন্য ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি (Indian Film Industry)-তে মজবুত জায়গা তৈরি করেছেন বহু ভারতীয় অভিনেত্রী। তবে ভারতীয় সিনেমা (Indian cinema)-র পাশাপাশি তাদের দেখা গিয়েছে বেশ কিছু হলিউড (Hollywood)-এর ছবিতেও। দেখে নিন এই তালিকায় কোন কোন অভিনেত্রীর নাম দেওয়া হয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas) : এই তালিকায় সবার আগেই নাম রয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। ‘কোয়ান্টিকো’ (Quantico), ‘ইটস মাই সিটি’ (It’s My City)-সিরিজ ও ‘দ্য হোয়াইট টাইগার’ (The White Tiger), ‘বেওয়াচ’ (Baywatch)-এর মতো জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছিল তাকে।

TABU

টাবু (Tabu) : ভারতে বহু হিন্দি ও আঞ্চলিক ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী টাবু। এই জন্য ছয়টি ফিল্ম ফেয়ার ও দুটি জাতীয় পুরস্কার পেয়েছেন। তবে এছাড়াও হলিউডের ‘দ্য নেমসেক’ (The namesake) ও ‘লাইফ অফ পাই’ (Life of Pi)-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) : প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চন হিন্দি সিনেমার পাশাপাশি বহু ব্লকবাস্টার হলিউডের ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে অন্যতম হল ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ (Bride and Prejudice), ‘প্রোভোকড’ (provoked), ‘দ্য পিঙ্ক প্যান্থার ২’ (The Pink Panther 2)।

Deepika Padukone

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) : বলিউড তারকা অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। বহু ব্লকবাস্টার হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে হলিউডের একটি অ্যাকশন থ্রিলার ছবিতেও অভিনয় করেছেন তিনি যার নাম ‘এক্স এক্স এক্স : রিটার্ন অফ জেন্দার কেজ’ (X X X : Return of Xander Cage)।

মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat) : বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত খুব বেশি হিন্দি ছবিতে অভিনয় করেননি। তবে তার অভিনীত বেশিরভাগ হিন্দি ছবি হিট হয়েছে। তবে হলিউডের ছবি ‘হিস’ (Hisss)-এ মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। এছাড়াও ‘পলিটিক্স অফ লাভ’ (Politics of Love)-এ দেখা গিয়েছিল তাকে।

Shabana Azmi

শাবানা আজমি (Shabana Azmi) : ভারতে অভিনেত্রী হিসেবে যথেষ্ট জনপ্রিয় শাবানা আজমি। বহু জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে তার পাশাপাশি বেশ কিছু হলিউডের ছবিতেও দেখা গিয়েছে তাকে। যার মধ্যে অন্যতম হল ‘সিটি অফ জয়’ (City of Joy), ‘ইন কাস্টাডি’ (In custody)।

ফ্রিদা পিন্টো (Freida Pinto) : ভারতীয় ছবিতে অভিনয় না করলেও এই অভিনেত্রীর জন্ম ভারতেই। প্রথমবার তাকে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ (Slumdog Millionaire) ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এছাড়াও বহু জনপ্রিয় হলিউডের ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।

Shriya Saran

শ্রিয়া শরণ (Shriya Saran) : দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রিয়া শরণ। তবে বেশ কিছু হিন্দি ছবিতেও দেখা গিয়েছিল তাকে। তবে হলিউডের ছবি ‘দ্য আদার এন্ড অফ দ্য লাইন’ (The Other End of the Line)-এ দেখা গিয়েছিল তাকে।

পূজা কুমার (Pooja Kumar) : বহু হিন্দি ও দক্ষিণী ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী পূজা কুমারকে। তবে তার পাশাপাশি ‘ম্যান অন এ টেল’ (Man on a tail), ‘বলিউড বিটস’ (Bollywood Beats)-এর মতো জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছিল তাকে।

Tina Desai

আরও পড়ুন : বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ টি হলিউড সিনেমা

টিনা দেশাই (Tina Desai) : বলিউডের বহু সিনেমা ও সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। তবে এছাড়াও ‘টিনা দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেল’ (Tina The Best Exotic Marigold Hotel) নামক একটি হলিউডের ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।

আরও পড়ুন : এই ৭ হলিউড সিনেমা ভারত থেকে তুলে নিয়ে গেছে ১০০ কোটিরও বেশি টাকা