এই ৭ হলিউড সিনেমা ভারত থেকে তুলে নিয়ে গেছে ১০০ কোটিরও বেশি টাকা

ভারতীয় সিনেমার মার্কেটে দক্ষিণী ছবির কদর বেশি। আবার বিদেশি ছবিও ভারতের বাজারে দারুণ সাফল্য পায়। এই চিত্রটা কিছু নতুন নয়। হালফিলে স্পাইডারম্যান নো ওয়ে হোম (Spider-Man – No Way Home) দারুণ সাফল্য পেয়েছে ভারতে। যদিও দক্ষিণী ছবি পুষ্পা দ্য রাইসের কাছে মার খেয়েছে, তবে বিশ্বের বাজারে সব থেকে বেশি আয় করা ইংরেজি ছবির তালিকাতে তিন নম্বর স্থান দখল করে নিয়েছে এই হলিউড ছবি। আজ পর্যন্ত বলিউডে মুক্তি পাওয়া ৭টি বিদেশি ছবি ১০০ কোটিরও বেশি সাফল্য পেয়েছে। দেখুন সেই ছবির তালিকা।

অ্যাভেঞ্জার এন্ড গেম (Avengers: Endgame) : এই পর্যন্ত মার্ভেলের সবথেকে জনপ্রিয় এবং সবথেকে বেশি বার দেখা হয়েছে এই ছবিটি। বিশ্বের বাজারে বক্সঅফিসে দারুন সাফল্যে তো বটেই, স্রেফ ভারত থেকেই ৩৭৩.২২ কোটি টাকা আয় করে নিয়েছে ছবিটি।

অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার (Avengers: Infinity War) : মার্ভেল অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারও ভারতসহ সারা বিশ্বে দারুনভাবে সফল। ছবিটি ভারতবর্ষে ২২৭.৪৩ কোটি টাকা উপার্জন করেছিল। বলিউডের তাবড় তাবড় তারকাদের ছবিও কখনও এত সাফল্যের মুখ দেখেনি। এটি ভারতের বাজারে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হলিউড চলচ্চিত্র।

স্পাইডারম্যান নো ওয়ে হোম (Spider-Man – No Way Home) : ভারতীয় বাজারে মুক্তিপ্রাপ্ত সর্বাধিক উপার্জনকারী হলিউড ছবির তালিকাতে ২০২.৩৪ কোটি টাকা উপার্জন করে তৃতীয় স্থান দখল করেছে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিটি। তবে যে সময়ে এই ছবি মুক্তি পায় তা কার্যত ছবি মুক্তির জন্য আদর্শ ছিল না। একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে দক্ষিণী ছবি পুষ্পার দাপটে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে এই হলিউড ছবি।

দ্য জঙ্গল বুক (The Jungle Book ) : দর্শকরা এক মুহূর্তের জন্য নিজেদের শৈশবে ফিরে গিয়েছিলেন এই ছবিটি দেখে। সারা বিশ্বে তো বটেই, ভারতের দর্শকরাও ছবিটি দারুণ পছন্দ করেছিলেন। ছবিটি ভারতের বক্স অফিস থেকে ১৮৮ কোটি টাকা উপার্জন করেছে।

দ্য লায়ন কিং (The Lion King) : হলিউড ভক্তদের কাছে অন্যতম জনপ্রিয় ছবি এই ছবিটি। ভারতের দর্শকদের কাছেও দারুণ জনপ্রিয় হয়েছিল এই ছবি। ভারতের বাজারে ১৫৮.৭১ কোটি টাকা পেয়েছে ছবিটি।

the lion king

ফাস্ট এন্ড ফিউরিয়াস (Fast & Furious 7) : ফাস্ট এন্ড ফিউরিয়াস সিরিজের সপ্তম পার্ট ভারতে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এটি ভারতীয় মার্কেটের দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে ১০০ কোটির গণ্ডি পেরিয়েছে। ছবিটি ১০৮ কোটি টাকার ব্যবসা করেছিল।

জুরাসিক ওয়ার্ল্ড (Jurassic World) : এই ছবিটি যখন প্রথমবার মুক্তি পেয়েছিল তখন সারা বিশ্ব জুড়ে ছবির বাজারে শোরগোল ফেলে দিয়েছিল। ভারতেও তার প্রভাব পড়েছে। ছবিটি ভারতে ১০১ কোটি টাকার ব্যবসা করেছে। এটাই প্রথম হলিউড ছবি যা ১০০ কোটির গণ্ডি পেরিয়েছিল।