এই বছরে মোট ৩০ টি বলিউড ছবি ফ্লপ, কোন কোন সিনেমা রয়েছে এই তালিকায়

একদিকে করোনা অন্যদিকে বয়কট ট্রেন্ড, বলিউডের (Bollywood) দুর্দিন যেন কিছুতেই কাটতে চাইছে না। করোনার ধাক্কা সামলে উঠতে না উঠতেই চলে এল বয়কট বিতর্ক। দর্শকদের যেন কিছুতেই খুশি করা যাচ্ছে না। বড় বাজেট, মাল্টি স্টারার ছবি সবই যাচ্ছে জলে। কঙ্গনা রানাওয়াত, অক্ষয় কুমার, আমির খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন, বলিউডের সব মহারথীরাই ব্যর্থ।

বলিউডের একের পর এক ৩০ টি ছবিকে ফ্লপ করিয়ে ছেড়েছেন দর্শকরা। ফ্লপের (Flop Movie) ধাক্কা সামলাতেই জেরবার বলিউড। ROI অর্থাৎ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট (কালেকশন – বাজেট = ROI) এর হিসেবে এর মধ্যে কিছু ছবির অবস্থা খুবই খারাপ। ‘ROI/Budget*100 = ROI%’ এর হিসেবে ছবির সাফল্য বিবেচনা করা হয়। এক নজরে দেখে নিন এর মধ্যে রয়েছে কোন কোন ছবি।

ধাকড় : এই বছর ফ্লপের তালিকায় যে ছবিগুলি রয়েছে তার মধ্যে সবার প্রথমে রয়েছে কুইন কঙ্গনা রানাওয়াতের এই ছবিটি। ছবিটি বানাতে বাজেট রাখা হয়েছিল ৮৫ কোটি টাকা। তবে কুইনের ম্যাজিক বক্স অফিসে ছিল ফিকে। মাত্র ২ কোটি টাকা উপার্জন করতে পেরেছিল ছবিটি। ROI এর বিচারে ছবির সাফল্য -৯৭.৬৪%।

থালাইভি : এই বছর কঙ্গনার জন্য সময়টা একেবারেই ভাল ছিল না। তার থালাইভি ছবিটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ছবিটি বানাতে খরচ হয়েছিল ৭০ কোটি টাকা। বক্স অফিসে এর কালেকশন ছিল মাত্র ১.৫ কোটি টাকা। ROI এর হিসেবে অংকটা -৯৭.৮৫%।

বেল বটম : বলিউডের ফ্লপ লিস্টে পড়ে গিয়েছেন অক্ষয়ও। এই ছবিটি তৈরি করতে ১৫০ কোটি টাকা খরচ হয়। সেই জায়গায় উপার্জন হয়েছিল মাত্র ২৬.৫০ কোটি টাকা। ROI এর হিসেব ছিল -৮২.৩৩%।

শামসেরা : রণবীর কাপুরের কাম ব্যাক ছবি ছিল এই ছবিটি। ছবিটিকে কেন্দ্র করে অনেক আশা ছিল বলিউডের। তাই ১৫০ কোটি টাকা খরচ করে বানানো হয়েছিল শামসেরা। ৪৩ কোটি টাকা আয় করেই ছবির উপার্জন থেমে যায়। এই ছবির ROI -৭১.৩৩%।

সম্রাট পৃথ্বীরাজ : অক্ষয় কুমারের এই ছবিটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ছবিটির জন্য বাজেট ধরা হয়েছিল ২৫০ কোটি টাকা। তবে মাত্র ৬৬ কোটি টাকা উপার্জন হয়েছে সর্বসাকুল্যে। ছবির ROI ছিল -৭৩.৬০%।

লাল সিং চাড্ডা : আমির খানের এই ছবিটি নিয়ে এখনও চর্চা চলছে। বয়কটের মুখে পড়ে অত্যন্ত দুরবস্থা হয়েছে ছবিটির। ছবিটি বানাতে ১৮০ কোটি টাকা খরচ হয়। ছবি থেকে আয় হয়েছে ৫৫ কোটি টাকা। ROI ছিল -৬৯.৪৪%।

চেহরে : প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকার রিয়া চক্রবর্তী এই ছবিটিও বক্স অফিসে বিশেষ ফল করতে পারেনি। ৪০ কোটি টাকা বাজেটের ছবিটির ৩.৫ কোটি টাকা উপার্জন করে। ছবিটির ROI -৯১.২৫%।

বান্টি অর বাবলি : ৩০ কোটি টাকা বাজেটের এই ছবিটি ১১.১৫ কোটি টাকা উপার্জন করে। ছবির ROI -৬২.৮৩%।

রক্ষা বন্ধন : হালফিলে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের এই ছবিটির ৭০ কোটি টাকা বাজেট ছিল। ছবি থেকে মোট সংগ্রহ হয়েছে ৪৫ কোটি টাকা। ছবিটির জন্য ROI -৩৫.৭১%।

এক ভিলেন রিটার্নস : ৭২ কোটি টাকা বাজেট ধরা হয়েছিল ছবিটি বানানোর ক্ষেত্রে। মোট উপার্জন হয়েছে ৪১.১৯ কোটি টাকা। ROI ছিল -৪২.৭৯%।