ওয়েব সিরিজ ও ওয়েব কনটেন্ট নিয়ে দর্শকদের উৎসাহ ক্রমশ বেড়েই চলেছে। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম‘গুলিতে (OTT platform) প্রতি সপ্তাহে নতুন নতুন কিছু না কিছু ওয়েব সিরিজ বা সিনেমা রিলিজ হয়। এই ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে নেটফ্লিক্স (Netflix) হল অন্যতম। সম্প্রতি নেটফ্লিক্সের তরফ থেকে সেরা দশটি সিনেমা ও ওয়েব সিরিজের তালিকা প্রকাশ করা হয়েছে।
সেরা দশটি ছবি (Top ten pictures) : এই তালিকায় নাম রয়েছে এবছরেই মুক্তি পাওয়া বহু ছবির। তালিকায় যেমন রয়েছে উত্তর ভারতের ছবিগুলো তেমনি রয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় ছবিগুলি। তবে এই ছবিগুলির মধ্যে তালিকায় শীর্ষে রয়েছে রণবীর কাপুর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) অভিনীত একটি ছবি।
এই ছবির নাম ‘তু ঝুটি মে মক্কার’ (Tu Jhuti Me Makkar)। তালিকায় ছয় নম্বরে রয়েছে রণবীর কাপুরের আরও একটি জনপ্রিয় ছবি। এই ছবির নাম ‘আ্যায় দিল হ্যায় মুশকিল’ (Ae Dil Hai Mushkil)। দশ নম্বরে রয়েছে আদিত্য রায় কাপুর-এর (Aditya Roy Kapur) ‘ওকে জানু’ (Ok Jaanu)। নানি’র (Nani) ‘দশরা’ (Dasara) রয়েছে এই তালিকায়।
হিন্দি ভাষী ছবিগুলির মধ্যে এই ছবিটি দ্বিতীয় স্থানে রয়েছে। আর তামিল ছবিগুলির মধ্যে আট নম্বরে রয়েছে ছবিটি। কার্তিক আরিয়ান-এর (Kartik Aaryan) শহেজাদা (Shehzada) রয়েছে এই তালিকায়। এছাড়াও ‘মিটার’ (Meter), ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র (Badrinath Ki Dulhania) মতো ছবিও রয়েছে।
সেরা দশটি ওয়েব সিরিজ (Top 10 web series) : নেটফ্লিক্সের অনেক ওয়েব সিরিজ সারা বিশ্বে জনপ্রিয় হয়েছে। তবে এই সেরা ওয়েব সিরিজের তালিকায় নাম রয়েছে ‘সুইট টুথ সিজন ২’ (Sweet Tooth season 2), ‘টুথ ফেয়ারি: হোয়েন লাভ বাইটস’ (Tooth Pari: When Love Bites), ‘ওয়েডনেসডে’ (Wednesday), ‘ট্রু বিউটি’ (True Beauty)। তবে শীর্ষে রয়েছে ‘কুইন শার্লট এ ব্রিজারটন স্টোরি’ (Queen Charlotte: A Bridgerton Story)।
আরও পড়ুন : মেয়ের বাবা হতেই ভোলবদল! প্রাক্তন প্রেমিকা দীপিকাকে ‘মা’ বানালেন রণবীর কাপুর
এখানেই শেষ নয় এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তেলেগু ওয়েব সিরিজ ‘রানা নাইডু’ (Rana Naidu)। বিগত কয়েক সপ্তাহ ধরে শীর্ষ ১০টি ওয়েব সিরিজের তালিকায় নিজের মজবুত জায়গা ধরে রেখেছে এই জনপ্রিয় ওয়েব সিরিজটি।
আরও পড়ুন : মায়ের বান্ধবীর সঙ্গে পরকীয়া, বিমানে সঙ্গম, রণবীর কাপুরের কেচ্ছা জানলে কানে আঙুল দেবেন