একটি সপ্তাহের অপেক্ষায় শেষ। প্রকাশিত হল ২০২২ সালের শেষ সপ্তাহের টিআরপি তালিকা (TRP List)। গত কয়েক সপ্তাহ ধরে প্রধানত বেঙ্গল টপার আসন দখল করার ক্ষেত্রে এগিয়ে থেকেছে জগদ্ধাত্রী (Jagadhatri)। সেই সঙ্গে সেরা দশের তালিকায় জায়গা করে নিতে নতুন পুরনো সব সিরিয়ালের মধ্যে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। এই সপ্তাহে কে হল বেঙ্গল টপার? সেরা দশের টিআরপি তালিকা কিন্তু চমকে দিচ্ছে।
টিআরপি তালিকা থেকে যেমনটা দেখা যাচ্ছে তাতে ২০২২ এর শেষটা জুড়ে কিন্তু প্রথম স্থান দখল করে রইলো জগদ্ধাত্রীই। প্রায় দুই মাস ধরে এই সিরিয়ালটি বেঙ্গল টপারের আসন জুড়ে ছিল। এই সপ্তাহেও ৮.৯ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী। তবে বিপরীতে গাঁটছড়ার নম্বর বাড়ার কারণে কিন্তু জগদ্ধাত্রীর নম্বর কিছুটা কাটা গিয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। ৮.৪ নম্বর নিয়ে স্টার জলসার এই সিরিয়ালটি চ্যানেল টপার হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো। বেশ কয়েক সপ্তাহ পরে জি বাংলার এই সিরিয়ালটি সেরা তিনের মধ্যে জায়গা করে নিল। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.১। জি বাংলার খেলনা বাড়ি সিরিয়ালটিও এখন বেশ ভালই ফলাফল করছে। ৮ নম্বর পেয়ে এই ধারাবাহিকের প্রাপ্ত স্থান হল চতুর্থ।
এই সপ্তাহের সেরা দশের তালিকাতে যেমনটা দেখা যাচ্ছে তাতে সেরা পাঁচের মধ্যে চারটি আসন জি বাংলার দখলেই রইল। পঞ্চম স্থান দখল করেছে নিম ফুলের মধু। পল্লবী শর্মা এবং রুবেল দাসের এই সিরিয়ালটি ৭.৭ নম্বর পেয়েছে। এরপরই রয়েছে স্টার জলসার বাংলা মিডিয়াম। ৭.৫ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলা মিডিয়াম।
স্টার জলসার দুই নতুন সিরিয়াল পঞ্চমী এবং বাংলা মিডিয়াম প্রথম সপ্তাহে দারুণ রেজাল্ট করলেও পরের সপ্তাহগুলোতে কিন্তু টিআরপির নিরিখে পিছিয়ে পড়ছে। বাংলা মিডিয়ামের পরে রয়েছে পঞ্চমী। ৭.৪ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে এই সিরিয়ালটি। আলতা ফড়িং এবং গাঁট ছড়া রয়েছে অষ্টম স্থানে। এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.২।
গাঁট ছড়ার টিআরপি উল্লেখযোগ্যভাবে না হলেও কিছুটা বেড়েছে। তবে এতে এই সিরিয়ালটি কতদিন পর্যন্ত সন্ধ্যা সাতটার স্লট ধরে রাখতে পারবে সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। নবম স্থানে রয়েছে জি বাংলার রাঙা বউ এবং মিঠাই। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। দশম স্থানে রয়েছে সাহেবের চিঠি। ৬.৪ নম্বর পেয়েছে এই সিরিয়ালটি।