অভিনয় ছেড়ে রাজনীতিতে পা, একই রাজনৈতিক দলে নাম লেখালেন ‘সৌজন্য-গুনগুন’ কৌশিক-তৃণা

স্টার জলসার (Star Jalsha) ‘খড়কুটো’ (Khorkuto) সিরিয়ালের সৌগুন জুটিকে নিশ্চয়ই এতদিনে ভুলে যাননি আপনি? এই সিরিয়ালটি একসময় দর্শকদের মাঝে তুমুল হিট হয়েছিল। সৌজন্য এবং গুনগুনকে আজও সেরা জুটি হিসেবে মনে করেন দর্শকদের একাংশ। প্রায় দু বছর ধরে চলেছিল এই সিরিয়াল। শেষের দিকে টিআরপি কমলেও সৌগুনের জনপ্রিয়তা কিন্তু কমেনি। দর্শকরা তাদের আবার একসঙ্গেই দেখতে চেয়েছিলেন।

সৌজন্য এবং গুনগুনের চরিত্র দুটিতে অভিনয় করেছিলেন তৃণা সাহা (Trina Saha) ও কৌশিক রায় (Koushik Roy)। বাংলা টেলিভিশনের দুনিয়াতে তারা দুজনেই বেশ জনপ্রিয় মুখ। তৃণা খড়কুটৈ ছাড়াও কলের বউ, খোকাবাবু সিরিয়ালে অভিনয় করেছেন। আর কৌশিক বাংলা টেলিভিশনের অনেক পুরনো অভিনেতা। একাধিক সিরিয়ালে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি যার মধ্যে ‘বোঝে না সে বোঝে না’ ছিল অন্যতম।

khorkuto

তবে লীনা গাঙ্গুলীর খড়কুটো সিরিয়ালে প্রথমবার নায়কের ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক। সেখান থেকে তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন তা আকাশছোঁয়া। বিশেষ করে সৌগুনের জুটিটাকে দর্শকরা যেভাবে আপন করে নিয়েছিলেন তা সত্যি প্রশংসার দাবি রাখে। কিন্তু এতদিনে সেই জুটির রসায়নে দাঁড়ি পড়তে চলেছে। কারণ এবার হয়তো সৌগুনের জুটিটা চিরকালের জন্য মুছে যাবে দর্শকদের মন থেকে।

সম্প্রতি রাজনীতিতে পা রাখল সৌজন্য এবং গুনগুন। এবার একই রাজনৈতিক দলের হয়ে প্রচার চালাতে দেখা যাবে তাদেরকে। উল্লেখ্য কৌশিক রায়কে একুশের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির সভায় কিংবা মিছিলে দেখা গিয়েছে একাধিকবার। অন্যদিকে তৃণা সাহার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কতখানি ঘনিষ্ঠ সম্পর্ক তা নীল এবং তৃণার বিয়েতে মমতা ব্যানার্জীর উপস্থিতিতেই প্রমাণ হয়ে গিয়েছে। তবে কি এবার দল বদলে একই দলের হয়ে রাজনীতি করবেন দুই সহ-অভিনেতা?

এই অনুমান আংশিক সত্য। কারণ সত্যি সত্যিই এবার সমস্ত বিভেদ ভুলে একটিই দলে নাম লিখিয়ে ফেললেন কৌশিক এবং তৃণা। তবে সেটা বাস্তবে নয়, দেখা যাবে টিভির পর্দায়। কারণ খুব তাড়াতাড়িই স্টার জলসাতে আসছে লীনা গাঙ্গুলীর নতুন সিরিয়াল বালিঝড়। এই সিরিয়ালে অভিনয় করছেন কৌশিক রায়, তৃণা সাহা, ভরত কল এবং ইন্দ্রাশিষ রায়।

‘বালিঝড়’ সিরিয়ালের যে প্রোমো প্রকাশ করা হয়েছে সেখানে তৃণা সাহার বাবার ভূমিকা অভিনয় করছেন ভরত কল। এই সিরিয়ালে তিনি একজন রাজনৈতিক নেতার ভূমিকায় রয়েছেন। তার দল নির্বাচনে জেতার পর তিনি দলের দায়িত্ব দিতে চলেছেন তার মেয়ে ঝোরা (তৃণা) এবং দলে তার সহকারি অর্ণব (কৌশিক) কে। সেইসঙ্গে তাদের দুজনের বিয়েও ঠিক করে ফেলেন মেয়েকে জিজ্ঞেস না করেই। এদিকে ঝোরা আবার মনে মনে পছন্দ করে স্রোতকে (ইন্দ্রাশিষ)। ত্রিকোণ প্রেমের এই গল্প খুব শিগগিরই স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে।