প্রত্যেক বছর নিয়ম করে বাংলা টেলিভিশন (Bengali Telivision) চ্যানেলগুলি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে থাকে। স্টার জলসা এবং জি বাংলা (Zee Bangla) প্রধানত তাদের সিরিয়ালের কলাকুশলীদের উৎসাহিত করার জন্য পুরস্কার বিতরণী সভার আয়োজন করে। একটি গোটা দিনের জন্য সংশ্লিষ্ট চ্যানেলের প্রত্যেক সিরিয়ালের কলা কুশলী ও টলিউড থেকে নামিদামি ব্যক্তিত্বরা একই ছাদের তলায় হাজির থাকেন।
বাংলা সিরিয়ালপ্রেমীদের কাছেও এই দিনটির গুরুত্ব কিছু কম নয়। কারণ এই দিনেই তো তাদের পছন্দের অভিনেতা এবং অভিনেত্রীদের হাতে তাদের প্রাপ্য পুরস্কার ওঠে। খুব শীঘ্রই জি বাংলাতে অনুষ্ঠিত হবে সোনার সংসার অ্যাওয়ার্ড (Zee Bangla Sonar Songsar Award 2023)। সোনার সংসার অ্যাওয়ার্ডের প্রোমোর ঝলক তো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এবার জানা গেল অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার দিনক্ষণ।
প্রোমো শুটের পাশাপাশি অনুষ্ঠানের জন্য ভোটাভুটি পর্ব নাকি মিটে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এখন শুধু আসল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার খবর আসতে বাকি। দর্শকদের সেই অপেক্ষারও এবার হল অবসান। কারণ ৯ ই মার্চ অনুষ্ঠিত হয়েছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩ এর গোটা অনুষ্ঠানটি। জানেন কারা হলেন সেরার সেরা?
প্রত্যেক বছরের মত এই বছরেও সেরা নায়ক, নায়িকা, প্রিয় বৌমা, প্রিয় বর, প্রিয় শ্বশুর, শাশুড়ি থেকে শুরু করে ভিলেন এবং অন্যান্য কলাকুশলীদের হাতে উঠেছে পুরস্কার। নেটিজেনদের মত অনুসারে সেরা নায়কের দাবিদাররা হলেন সৃজন এবং সিদ্ধার্থ। আবার সেরা নায়িকা হওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছেন মিঠাই, পর্ণা, এবং জগদ্ধাত্রী।
এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলি হল মিঠাই, গৌরী এল, জগদ্ধাত্রী এবং সেই সঙ্গে পুরনো একটি সিরিয়াল এই পথ যদি না শেষ হয়ও প্রিয় ধারাবাহিকের নামের তালিকায় উঠে এসেছে। আবার সেরা জুটিদের মধ্যে এগিয়ে আছেন মিঠাই-সিদ্ধার্থ, পর্ণা-সৃজন, মিতুল-ইন্দ্র গৌরী-ঈশান এবং সাত্যকি-ঊর্মি।
এখন প্রশ্ন উঠছে কবে এই অনুষ্ঠানটি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে? সেই উত্তরও মিলেছে সম্প্রতি। দর্শকদের আর খুব বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না। কারণ এই মাসের শেষাশেষিই অনুষ্ঠিত হবে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩। মাসের শেষের রবিবারটিকে এই বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের দিন হিসেবে বেছে নেওয়া হতে পারে।