নায়িকা থেকে পার্শ্বচরিত্রে, এখন তাও জুটছে না! কেন রাতারাতি হারিয়ে গেলেন জি বাংলার ‘রাধা’? বিস্ফোরক অভিনেত্রী

জি বাংলার (Zee Bangla) ‘রাধা’ (Radha) নামের মেয়েটিকে এতদিনে নিশ্চয়ই ভুলে যাননি আপনি? এই নামেই একটি সিরিয়াল ২০১৬ সালে সম্প্রচারিত হত জি বাংলার পর্দায়। এমিলা সাঁধুখা (Aemila Sadhukhan) প্রথম এই সিরিয়ালের হাত ধরেই জি বাংলার মাধ্যমে বাংলার টেলিভিশনের পর্দায় পা রেখেছিলেন নায়িকা হিসেবে। আর পাঁচজন ছিপছিপে চেহারার নায়িকার তুলনায় জি বাংলার রাধা ছিল একটু বেশিই হেভিওয়েট।

প্রথম সিরিয়ালেই বেশ চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে হয়েছিল এমিলাকে। তবে সেই চ্যালেঞ্জ তিনি উতরে গিয়েছিলেন। তার অভিনয় গুনে রাধা চরিত্রটিকে তিনি দর্শকদের কাছে ভালভাবেই উপস্থাপন করতে পেরেছিলেন। রাধা হিসেবে দর্শকদের থেকে তিনি প্রচুর ভালবাসা এবং প্রশংসাও পেয়েছেন। কিন্তু তারপর আচমকা কোথায় যেন হারিয়ে গেলেন এই অভিনেত্রী।

রাধা সিরিয়ালের পর মাঝে কিছু সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। কে আপন কে পর, আয় তবে সহচরীর মত কিছু সিরিয়ালে তিনি পার্শ্বচরিত্র হলেও গুরুত্বপূর্ণ চরিত্র পেয়েছিলেন। আয় তবে সহচরীতে তিনি সমরেশের বোন কলির ভূমিকায় অভিনয় করেছিলেন। চরিত্র অনুযায়ী নেগেটিভ শেডস ছিল কলির মধ্যে। নায়িকার পাশাপাশি খলনায়িকা হিসেবেও যে তিনি ফুল মার্কস পেতে পারেন প্রমাণ করে দিয়েছিলেন এইখানে।

তবে এত গুণী একজন অভিনেত্রী হওয়া সত্বেও এখন এমিলার হাতে তেমন কোনও কাজ নেই। এই সম্পর্কে টলি ফোকাস কলকাতা নামের একটি চ্যানেলের কাছে মুখ খুলেছিলেন এমিলা। এখন আর তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে না? প্রশ্নের জবাবে এমিলা জানান তিনি এখন ইন্ডাস্ট্রি থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন। তবে তিনি শীঘ্রই আবার ফিরবেন। কথা দিয়েছেন তার ভক্তদের।

এমিলার কথায়, ‘‘আমি অভিনয় করতে ভালোবাসি। আমি কতটা অভিনয় করতে পারি সেটা দর্শক জানে আর ইন্ডাস্ট্রিও জানে। দেখো লিড রোল পাওয়াটা অনেকটাই ভাগ্যের ব্য়াপার আর অনেকটা নির্ভর করে যাঁরা কাজ দেন তাঁদের উপর। আমি তো একটা শ্রমিক, আমি অভিনয় করি। দর্শকদের ভালোবাসা আমি বরাবর পেয়েছি। আর আমার মনে হয় পার্শ্ব চরিত্রে অভিনয় করেও আমি দর্শকদের ভালোবাসা নিশ্চয় পেতে পারব।”

তিনি আরও বলেছেন, “অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে, অনেক কিছুর মুখোমুখি হয়েছি….”। ইন্ডাস্ট্রির সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘‘ইন্ডাস্ট্রিকে আমি যতটা ভালোবেসেছি,এখানকার মানুষদেরকে ভালোবেসেছি, আমাকে ইন্ডাস্ট্রি ততটা ভালোবেসে উঠতে পারেনি। জানি না আমি কোনও ভুল করেছি কিনা! আমার সঙ্গে কিন্তু কারুর কোনও সমস্যা নেই। তবে আমি আমার চেষ্টা ছাড়ব না, আমার কেরিয়ারকে আমি খুব ভালোবাসি।… আমি নিজের লক্ষ্যে পৌঁছাতে চাই। আমার স্বপ্ন নিজেকে এক নম্বর অভিনেত্রী হিসাবে দেখতে।”