Zee Bangla New Serial : কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল জি বাংলার (Zee Bangla) নতুন সিরিয়াল ‘যোগমায়া’র (Jogomaya) প্রোমো। আর এবার এক সপ্তাহের মাথাতেই প্রকাশ পেল ধারাবাহিক সম্প্রচারের দিনক্ষণ। আর খুব বেশি দেরি নেই, সৈয়দ আরেফিন (Syed Arefin) এবং নেহা আমনদীপকে (Neha Amandeep) নিয়ে নতুন সিরিয়ালের সম্প্রচার শুরু হবে আগামী মার্চ মাসে। বন্ধের মুখে কোন সিরিয়াল? তারও ঘোষণা হল।
জি বাংলার নতুন সিরিয়াল যোগমায়া
চিরাচরিত রেওয়াজ অনুসারে এবারেও আপাদমস্তক নারী কেন্দ্রিক গল্পের উপর ভর করে আসছে জি বাংলার এই নতুন সিরিয়াল। ব্লুজ প্রোডাকশনের আওতায় জগদ্ধাত্রী এবং গীতা এলএলবিতে মেয়ে গোয়েন্দা পুলিশ এবং মেয়ে উকিলের লড়াইয়ের গল্প বেশ উপভোগ করছেন দর্শকরা। এবার সেই তালিকায় নতুন সংযোজন IAS যোগমায়া।
যোগমায়া সিরিয়ালের গল্প
গল্পের প্রোমোতে দেখানো হয়েছে, যোগমায়া খুবই গরীব ঘরের মেয়ে। তার বাবা রিকশাচালক। তবে যোগমায়া ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএএস অফিসার হতে চায়। সেই স্বপ্ন পূরণ করার জন্য সে ল্যাম্পপোস্টের তলায় বসে পড়াশোনা করে। কারণ তার বাড়িতে বিদ্যুতের লাইন নেই। এদিকে বেআইনিভাবে তাদের কলোনির জমি দখল করে নিতে চায় এক বড় বিল্ডার।
প্রোমোতেই দেখানো হয়েছে কীভাবে পৌরসভার অফিসারকে টাকা খাইয়ে বেআইনিভাবে যোগমায়াদের তাদের বাসস্থান থেকে উৎখাত করার চেষ্টা চলে। তবে যোগমায়া ছেড়ে দেওয়ার মেয়ে নয়। সে সোজা চলে যায় বিডিও অফিসারের কাছে। তার কাছে গিয়ে হস্তক্ষেপ দাবি করে। যোগমায়ার পাশে এসে দাঁড়ায় নায়ক আরেফিন।
এদিকে পৌরসভার অফিসার যোগমায়াকে পাকা মেয়ে বললে আরেফিন জবাব দিয়ে বলে, ‘‘এমন একজন পাকা মেয়েই তো আমাদের প্রয়োজন, যাতে গরীব মানুষের জল, আলো কোনওদিন বন্ধ না হয়’’। তারপর সে যোগমায়ার দিকে রাস্তায় পড়ে যাওয়া পরীক্ষার অ্যাডমিট কার্ড তুলে দেয়। এমন একখানা ধামাকা প্রোমো দেখে দর্শকরা তো বেজায় খুশি। সিরিয়ালের সম্প্রচারের দিন জানার জন্য অধীর তারা।
আরও পড়ুন : ফাঁস হয়ে গেল ইরার আসল পরিচয়! ‘অনুরাগের ছোঁয়া’তে আসছে তোলপাড় করা পর্ব
আরও পড়ুন : টিআরপি তুলতে দেওর-বৌদির প্রেম! বাংলা সিরিয়ালের নোংরামি দেখে ছিঃ ছিঃ করছে দর্শকরা
কবে কোন স্লটে আসছে যোগমায়া?
অবশেষে চ্যানেলের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হল ‘যোগমায়া’ সিরিয়ালের সম্প্রচারের দিনক্ষণ। আগামী ১১ ই মার্চ থেকে সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটার সময় জি বাংলাতে সম্প্রচার হবে এই সিরিয়াল। অর্থাৎ ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালের অবসান হবে এবার। সিরিয়ালটি এমনিতেও শেষের পথে এগোচ্ছে। তবে ‘ইচ্ছে পুতুল’ বন্ধ হবে নাকি স্লট পরিবর্তন হবে সেটা জানা যায়নি এখনও।