স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ধারাবাহিকটিকে নিয়ে দর্শকমহলে এখন চর্চা তুঙ্গে। মাঝে গল্পের খেই হারিয়ে টিআরপিও বেশ নেমে গিয়েছিল সিরিয়ালের। তবে আবারও সেরা পাঁচের মধ্যে ঢুকে পড়েছে অনুরাগের ছোঁয়া। নতুন নতুন টুইস্ট আসছে গল্পে। আর এবার গল্পের নতুন চরিত্র ইরাকে নিয়ে আসছে মাথা ঘোরানো টুইস্ট।
সূর্য এবং দীপা আলাদা হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে। দীপার জীবনে এখন রয়েছে অর্জুন। অন্যদিকে সূর্যর জীবনে এসেছে নতুন মেয়ে ইরা। ইরা প্রথম থেকেই সূর্যর প্রেমে পড়ে গিয়েছে। বারবার সূর্যকে সে তার ভালোবাসার কথা জানাতে থাকে। যদিও পাত্তা পায় না। যদিও এই ইরার আসল পরিচয় নিয়ে যথেষ্ট সন্দিহান দর্শকরা।
হঠাৎ করেই ইরার চরিত্রটির আগমন হয়েছে সূর্যর জীবনে। স্ত্রী, দুই মেয়ে, পরিবার ছেড়ে সূর্য এখন অনেক দূরে চলে গিয়েছে। সেখানেই গুন্ডাদের হাত থেকে সে বাঁচায় ইরাকে। এদিকে আবার সূর্যর মনে জায়গা করে নিতে তৎপর ইরা। একসঙ্গে কফি খেতে যাওয়ার পর তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। সেখানেই নিজের জীবনের দুঃখের কাহিনী সূর্যকে শোনায় ইরা।।
অন্যদিকে ইরাকে বিশ্বাস করে সূর্যও তার জীবনের কিছু কথা তার সঙ্গে ভাগ করে নেয়। এরপর সূর্য লক্ষ করে ইরা অনেকক্ষণ ধরে কারও সঙ্গে ফোনে কথা বলছে। অন্যদিকে ইরার নিজের আর একটা ফোনে বারবার তার বাবার ফোন আসতে থাকে। সূর্য তাই বাধ্য হয়ে ইরাকে সেই ফোনটা দিতে আসে।
এদিকে সূর্যকে দেখে তাকে মিথ্যে কথা বলে ইরা। সে বলে তার বাবা তাকে ফোন করেছিল। বাবার সঙ্গেই সে কথা বলছিল এতক্ষণ। শুনে সন্দেহ হয় সূর্যের। মেয়েটা বিনা কারণে তাকে মিথ্যে কথা বলছে কেন? সে বলছে তার বাবার সঙ্গে এতক্ষণ সে কথা বলছিল। অন্যদিকে সূর্যের কাছে ইরার যে ফোনটা রয়েছে সেখানেই ইরার বাবার ফোন আসছে বারবার!
আরও পড়ুন : রাতারাতি মুখবদল! বদলে গেল ‘জল থৈ থৈ ভালোবাসা’র নায়কের মুখ
আরও পড়ুন : ‘অনুরাগের ছোঁয়া’র ইরা দত্ত আসলে কে? রইল সূর্যর নতুন নায়িকার পরিচয়
স্বাভাবিকভাবেই ইরার এমন সন্দেহজনক আচরণ দেখে দর্শকরা নতুন বিপদের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। তাদের ধারণা ইরা হয়ত মিশকার পরিচিত। হয়তো বা সে মিশকার পাপাই পারিজাত সেনের মেয়ে কিংবা তার পাঠানো কেউ। যাই হোক না কেন, ইরার সঙ্গে যে রহস্যজনক কিছু লুকিয়ে আছে সেই বিষয়ে নিশ্চিত দর্শকরা। ইরাকে নিয়েই এবার নতুন পোস্ট আসতে চলেছে ‘অনুরাগের ছোঁয়া’তে।