গল্প অসমাপ্ত রেখেই বিদায় নিচ্ছে মিঠাই, চ্যানেলের তড়িঘড়ি সিদ্ধান্তে ক্ষুব্ধ দর্শকরা

Mithai Last Date : জি বাংলা (Zee Bangla) চ্যানেলের সব থেকে জনপ্রিয় সিরিয়াল মিঠাই (Mithai) খুব তাড়াতাড়ি বিদায় নিতে চলেছে। দর্শকদের আগেই জানানো হয়েছিল সেই খবর। মিঠাইয়ের এই অন্তিম লগ্নে মন খারাপ নিয়েও তাই শেষ কয়েকটা দিনের সম্প্রচার উপভোগ করছেন দর্শকরা। পছন্দের সিরিয়ালকে বিদায় জানাতে খুবই কষ্ট হচ্ছে তাদের। তাই এখন মিঠাইয়ের অন্তিম সম্প্রচারের প্রত্যেকটা দিনই তাদের কাছে খুব দামী।

তবে সম্প্রতি মিঠাইকে নিয়ে চ্যানেলের সিদ্ধান্ত কার্যত দর্শকদের মনে ফের আঘাত দিল। কারণ নির্দিষ্ট সময়ের আগেই মিঠাই সিরিয়ালকে বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। এর আগে যেমনটা জানা গিয়েছিল ১২ই জুন থেকে আসছে নতুন সিরিয়াল, তাই মিঠাই বিদায় নেবে ১১ই জুন। কিন্তু জি বাংলার সিদ্ধান্তে পরিবর্তন এসেছে।

MITHAI

নির্ধারিত সময়ের আগেই মিঠাই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। তাই অন্তিম সম্প্রচারের দিনটাও তড়িঘড়ি অনেকটা আগে এগিয়ে আনা হল। এখন আপাতত কিছুদিন মিঠাইয়ের স্লটটাও নেবে খেলনা বাড়ি। মিঠাইয়ের ছেড়ে দেওয়া স্লটে খেলনা বাড়ি (Khelna Bari) -র এক ঘণ্টার মহাপর্ব সম্প্রচার হবে। চ্যানেলের তরফ থেকে এমনই জানানো হয়েছে।

জি বাংলা ১১ ই জুন অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত মিঠাই এগিয়ে নিয়ে যেতে রাজি নয়। তাই এই সিরিয়ালের যাত্রা শেষ হচ্ছে ৯ই জুন। অর্থাৎ শুক্রবার মিঠাই সিরিয়ালের অন্তিম সম্প্রচার হবে। ১০ এবং ১১ তারিখ দুদিন ধরে খেলনা বাড়ির এক ঘণ্টার মহা পর্ব দেখানো হবে। অর্থাৎ আগামী শনি এবং রবিবার সন্ধ্যে ৬টা থেকে ৭টা পর্যন্ত দেখবেন খেলনা বাড়ি।

KHELNA BARI

বর্তমানে খেলনা বাড়ির টিআরপি বেশ কমে গিয়েছে। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Komola O Sriman Prithviraj) -এর বিপরীতে টিকে থাকতে বেশ সংগ্রাম করতে হচ্ছে একসময় জি বাংলার সেরার সেরা এই সিরিয়ালটিকে। আগে এই সিরিয়াল টিআরপির বিচারে সেরা তিনের মধ্যে থাকত। কিন্তু বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে খেলনা বাড়ির টিআরপি পড়ে গিয়েছে।

MITHAI

আরও পড়ুন : বিয়ের আগে আইবুড়ো ভাত খেলেন ‘মিঠাই’ খ্যাত অভিনেতা, রইল ছবিগ্যালারি

মিঠাই বিদাই নেওয়ার এই মুহূর্তটাকে কাজে লাগাতে চাইছে খেলনা বাড়ি। দর্শকদের আবার ফিরিয়ে আনার জন্য খেলনা বাড়িতে আপাতত কিছুদিন এক ঘন্টার মহাপর্ব চলবে। গল্পতেও এসেছে নাটকীয় মোড়। কাজেই দর্শক টানতে অসুবিধা হবে না বলেই মনে করছেন নির্মাতারা।

আরও পড়ুন : মিঠাই নয়, দীপাও ফেল, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন বাংলা সিরিয়ালের এই নায়িকা