জি বাংলার (Zee Bangla) দিদি নাম্বার ওয়ান (Didi Number One) রিয়েলিটি শো কার্যত দর্শকদের কাছে অতি পছন্দের একটি রিয়েলিটি শো। এটি একটি রিয়েলিটি গেম শো যেখানে প্রত্যেকদিন সারা বাংলা থেকে ৪ জন মহিলা আসেন এবং নিজেদের জীবন সংগ্রামের কাহিনী শোনান। কিন্তু ইদানিং দর্শকরা দিদি নাম্বার ওয়ান থেকে নাকি আগ্রহ হারিয়ে ফেলছেন।
টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জীর (Rachana Banerjee) সঞ্চালনায় দিদি নাম্বার ওয়ান দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে সগর্বে চলছে। টিআরপির বিচারে রিয়েলিটি শো এর মধ্যে এতদিন সেরা জায়গায় ছিল দিদি নাম্বার ওয়ান। কিন্তু টিআরপিতে ক্রমশ নিচের দিকে নামছে এই রিয়েলিটি গেম শো। গত সপ্তাহের টিআরপি দেখে মাথায় হাত পড়েছে দর্শকদের।
এতদিন জি বাংলা এবং স্টার জলসার অন্যান্য রিয়েলিটি শো যেমন ঘরে ঘরে জি বাংলা, সারেগামাপা, সুপার সিঙ্গারের তুলনায় দিদি নাম্বার ওয়ানের টিআরপি বেশ চড়া ছিল। কিন্তু গত সপ্তাহে সারেগামাপার গ্র্যান্ড ফিনালের কারণে সেরার সেরা তালিকা থেকে ছিটকে গিয়েছে দিদি নাম্বার ওয়ান।
দিদি নাম্বার ওয়ান একসময় রিয়েলিটি শো গুলির মধ্যে সেরা হিসেবে বিবেচিত হত। টিআরপি তালিকার বিচারে টপার হত এই সিরিয়ালটি। কিন্তু সারেগামাপার গ্র্যান্ড ফিনালের সম্প্রচার উপলক্ষে রবিবার দিদি নাম্বার ওয়ানের সম্প্রচার হয়নি। তাই অনেকটাই পিছিয়ে পড়েছিল এই শো।
দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে সগর্বে চললেও দিদি নাম্বার ওয়ান এর বিরুদ্ধে কিন্তু দর্শকদের বিস্তর অভিযোগ শোনা গিয়েছে বিভিন্ন সময়ে। টিআরপির লোভে প্রতিযোগীদের মুখ দিয়ে অতিরঞ্জিত কথা শোনানোর অভিযোগ যেমন উঠেছে, তেমনই অনেক সময় আবার বহু পুরুষও এই শোয়ের বিরুদ্ধে সংসার ভাঙ্গার অভিযোগ তুলেছেন।
কিছুদিন আগেই যেমন সংসার ভাঙার ক্ষেত্রে মহিলাদের কথা একতরফাভাবে শোনানোর ঘোর বিরোধিতা করেছিলেন জনৈক ব্যক্তি। তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে দিদি নাম্বার ওয়ানের মত শো বন্ধ করার দাবিতে সোচ্চার হয়েছিলেন আরও অনেকে।