আর দেখা যাবে না জি বাংলা ও স্টার জলসার সিরিয়াল, রাতারাতি বন্ধের মুখে এই দুই চ্যানেল

জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা (Star Jalsha) বর্তমানে বাংলা বিনোদনের দুনিয়ার অন্যতম বড় দুই মাধ্যম। এই দুটি চ্যানেলের অসংখ্য সিরিয়াল (Bengali Mega Serial) দর্শকদের ভীষণই পছন্দের। জি বাংলার মিঠাই, জগদ্ধাত্রী, গৌরী এল, খেলনা বাড়ি থেকে শুরু করে স্টার জলসার গাঁটছড়া, অনুরাগের ছোঁয়া, বাংলা মিডিয়াম, পঞ্চমী ইত্যাদি সিরিয়ালগুলি দেখার জন্য রোজ অধীর আগ্রহে অপেক্ষা করেন হাজার হাজার দর্শক।

তবে বাংলার হাজার হাজার দর্শকদের জন্য রয়েছে একটি বড় দুঃসংবাদ। কারণ খুব শীঘ্রই নাকি আপনার টেলিভিশনে বন্ধ হয়ে যেতে পারে আপনার পছন্দের চ্যানেল জি বাংলা ও স্টার জলসা। কেবিল অপারেটরদের সঙ্গে ব্রডকাস্টারদের ঝামেলার কারণে খেসারত দিতে হতে পারে আপনাকে।

mithai and siddharth

আসলে সম্প্রতি TRAI এর তরফ থেকে একটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানত কেবিল চ্যানেলগুলোর মূল্য বেশ অনেকটাই বাড়ানো হয়েছে। গত বছরের নভেম্বর মাসে নতুন ট্যারিফ অর্ডার ২.০ আনা হয়েছিল। এর ভিত্তিতে নতুন চ্যানেলের জন্য গ্রাহকদের ১২ টাকা করে দিতে হচ্ছিল। কিন্তু এবার থেকে ১৯ টাকা দিতে হবে।

স্বভাবতই এই নতুন সিদ্ধান্তের জেরে গ্রাহকদের পকেটে টান পড়তে চলেছে। এদিকে কেবল অপারেটররা গ্রাহকদের স্বার্থের কথা ভেবে এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করতে শুরু করেছেন। তারা তাদের আপত্তির কথা ব্রডকাস্টারকে জানিয়েছেন কিন্তু তাতে ফল কতদূর হবে তা আন্দাজ করা বেশ মুশকিল।

Anurager Chhowa

আগামী দিনে কী হতে পারে সেই দিক বিবেচনা করে কেবল অপারেটরদের তরফ থেকে ইদানিং টেলিভিশনের স্ক্রিনে একটি বিশেষ বিজ্ঞপ্তি সম্প্রচার করা হচ্ছে। চ্যানেল খুললেই টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে চ্যানেল সম্প্রচারকারী কোম্পানিরা ট্রাইয়ের নতুন নির্দেশ অনুসারে চ্যানেলের দাম অনেক বাড়িয়েছে। গ্রাহকদের কথা ভেবে প্রতিবাদ জানাচ্ছে কেবল অপারেটররা।

Dish TV

তবে এই প্রতিবাদ কর্মসূচির কারণে ব্রডকাস্টাররা তাদের প্লাটফর্ম থেকে আগামী দিনে চ্যানেল সরিয়ে দিতে পারে। তাই এই পরিস্থিতিতে গ্রাহকদের সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। তাই আগামী দিনে নিজের পছন্দমত কেবিল চ্যানেল দেখার ক্ষেত্রে সমস্যা দেখা দিতেও পারে। তাই সতর্ক হন আজই।