রাতারাতি বদলে গেল জি বাংলার সব পুরনো সিরিয়ালের স্লট, রইল নতুন সম্প্রচারের সময়সূচী

টিআরপি তালিকায় স্টার জলসাকে একচুল জায়গা ছেড়ে দিতেও রাজি নয় জি বাংলা (Zee Bangla)। তাই স্টার জলসাকে টেক্কা দেওয়ার জন্য নতুন নতুন সিরিয়াল এনে চমকে দিচ্ছে এই চ্যানেল। বন্ধ হয়েছে লালকুঠি, এই পথ যদি না শেষ হয়, পিলু। খুব তাড়াতাড়িই বন্ধ হবে উড়ন তুবড়ি এবং বোধিসত্ত্বের বোধবুদ্ধি। সেই সঙ্গে বেশ কিছু পুরনো সিরিয়ালের স্লট (Zee Bangla All Serials New Time Slot) বদলে যাচ্ছে খুব শিগগিরই।

জি বাংলাতে একের পর এক যেভাবে পুরনো সিরিয়াল বন্ধ হচ্ছে, নতুন সিরিয়াল আসছে এবং বেশ কিছু সিরিয়ালের স্লট বদলে যাচ্ছে তাতে দর্শকরা বেশ বিভ্রান্ত। তাই তাদের বিভ্রান্তি দূর করার জন্য আজকের এই প্রতিবেদনে রইল জি বাংলার সমস্ত সিরিয়ালের নতুন সম্প্রচারের সময়। সন্ধ্যে ৬.০০ টার সময় দেখবেন মিঠাই। স্লট বদলের পর আপাতত এই স্লটেই এগোবে গল্প।

৬:৩০ টায় দেখবেন খেলনা বাড়ি। ৭.০০ টার সময় থাকছে জি বাংলার টপার সিরিয়াল জগদ্ধাত্রী। ৭.৩০ টার সময় দেখা যাবে গৌরী এল। শুরু হওয়ার পর থেকে বেশ ভালই টিআরপি দিচ্ছে এই সিরিয়ালটি। কাজেই নতুন সিরিয়াল এলেও এই সিরিয়ালের স্লট বদলের সম্ভাবনা নেই। ৮.০০টায় সময় সম্প্রচারিত হচ্ছে নিম ফুলের মধু। মিঠাইকে সরিয়ে এই জায়গা ছিনিয়ে নিয়েছে পল্লবী ও রুবেলের নতুন সিরিয়াল।

রাত ৮.৩০টার সময় এখন দেখছেন লক্ষ্মী কাকিমা সুপারস্টার। তবে আগামী ১৯শে ডিসেম্বর থেকে এই জায়গায় সম্প্রচারিত হবে শ্রুতি দাস এবং গৌরব রায়চৌধুরীর নতুন সিরিয়াল রাঙ্গা বউ। লক্ষ্মী কাকিমা সুপারস্টারের সময় বদলে রাত ১০.০০টার সময় সম্প্রচারিত হবে। ১৯ শে ডিসেম্বর থেকে নতুন সময়েই দেখবেন লক্ষ্মী কাকিমা। এরপর রাত ৯.০০ টার সময় সোহাগ জল নামের একটি নতুন সিরিয়াল শুরু হয়েছে।

রাত ৯.৩০ টার সময় সম্প্রচারিত হচ্ছে নতুন সিরিয়াল তোমার খোলা হাওয়া। রাত ১০.০০টার সময় এখন বোধিসত্ত্বের বোধবুদ্ধি দেখছেন এবং এই সিরিয়ালটির শেষ পর্বের সম্প্রচার হবে আগামী ১৮ই ডিসেম্বর‌। রাত ১০.৩০টার সময় ঋত্বিক মুখার্জী এবং অরুনিমা হালদারের একটা নতুন সিরিয়ালের সম্প্রচার শুরু হবে। ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে প্রমো দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সেই সুখবর।

ঋত্বিক মুখার্জী এবং অরুনিমা হালদারের এই নতুন সিরিয়ালের নাম মন দিতে চাই। আগামী ২রা জানুয়ারি থেকে শুরু হবে এই সিরিয়ালটি। ওই একই দিনে বিকেলে ৪.৩০টের সময় সম্প্রচারিত হবে ইন্দ্রানী হালদারের নতুন গেম শো ঘরে ঘরে জি বাংলা। ফলে গত ১২ বছরের পুরনো জনপ্রিয় শো দিদি নাম্বার ওয়ানের ভবিষ্যৎ নিয়ে এখন অন্ধকারে রয়েছেন দর্শকরা।