ডিসেম্বরেই শেষ Didi No 1, আসছে নতুন সিরিয়াল, রইল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

২০১০ সালে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছিল মেয়েদের নিয়ে রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান (Didi Number One)। বাংলার দিদিদের নিয়ে এই অভিনব রিয়েলিটি শোতেই প্রথমবার মহিলারা এসে তাদের জীবনের গল্প শোনানোর প্ল্যাটফর্ম পেয়েছিলেন। প্রতিদিন চারজন দিদির সংগ্রামের কাহিনী উদ্বুদ্ধ করেছে কোটি কোটি মানুষকে। তবে এবার দিদি নাম্বার ওয়ানের পথচলা হল শেষ।

এই বছর পুজোর আগেই জানা গিয়েছিল ইন্দ্রানী হালদারের নতুন একটি রিয়েলিটি শো আসছে। ঘরে ঘরে জি বাংলা, নতুন এই রিয়েলিটি শো এর জন্যই নাকি এবার কোপ পড়তে চলেছেন দিদি নাম্বার ওয়ান (Didi Number One) এর উপর। তবে একা দিদি নাম্বার ওয়ান নয়, সেই সঙ্গে জি বাংলার রান্নাঘরও নাকি বন্ধ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ঘরে ঘরে জি বাংলার সম্প্রচারের সময় জানিয়ে দেওয়ার পর থেকেই এই নিয়ে জল্পনা আরও বাড়ছে।

সম্প্রতি জি বাংলার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ২ রা জানুয়ারি থেকে সোম থেকে শুক্র প্রতিদিন বিকেল ৪.৩০টার সময় সম্প্রচারিত হবে ঘরে ঘরে জি বাংলা। নতুন এই রিয়েলিটি শো এর সম্প্রচারের দিনক্ষণ জানানোর পর থেকেই মাথায় হাত জি বাংলার দর্শকদের। কারণ গত ১২ বছর ধরে বিকেল ৫.০০ টার সময় সম্প্রচারিত হয়ে আসছে দিদি নাম্বার ওয়ান।

প্রত্যেকদিন বিকেলে এক ঘন্টার জন্য সম্প্রচারিত হয় দিদি নাম্বার ওয়ান। ইন্দ্রাণীর নতুন শো রান্নাঘরের স্লট দখল করে নিচ্ছে তা স্পষ্ট হয়ে গিয়েছে। ঘরে ঘরে জি বাংলা যদি এক ঘন্টা সম্প্রচার হয় তাহলেই বিপাকে পড়বে দিদি নাম্বার ওয়ান। আবার ঘরে ঘরে জি বাংলা যদি আধঘণ্টার জন্যও সম্প্রচার হয় তাহলে বিকেলে পরপর দুটি গেম শো সম্প্রচারিত হবে কিনা সেই নিয়েও সন্দেহ দেখা দিচ্ছে।

আজ থেকে প্রায় ১২ বছর আগে জি বাংলার পর্দাতে শুরু হয়েছিল দিদি নাম্বার ওয়ান। প্রথমে অবশ্য রচনা ব্যানার্জী এই শোয়ের সঞ্চালিকা ছিলেন না। তবে সঞ্চালিকা হিসেবে তার পদার্পণের পর থেকেই দিদি নাম্বার ওয়ানের জনপ্রিয়তা ক্রমশ বাড়তে থাকে। আজ এই রিয়েলিটি শো একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছে সারা বাংলা এমনকি বাংলার বাইরেও। শো বন্ধ হয়ে যাক, এমনটা চাইছেন না দর্শকরা।

এদিকে আবার শোনা যাচ্ছে জি বাংলাতে নাকি বিকেল ৫.৩০টার সময় একটি নতুন সিরিয়ালের সম্প্রচার শুরু হবে। তবে এই খবরের নিশ্চয়তা সম্পর্কে কিছু জানায়নি চ্যানেল। ঘরে ঘরে জি বাংলা আধ ঘন্টার জন্য সম্প্রচারিত হবে। কাজেই দিদি নাম্বার ওয়ান এখন শেষ নাও হতে পারে। সবটাই নির্ভর করবে চ্যানেলের আগামী দিনের সিদ্ধান্তের উপর।