আর দেখতে পাবেন না Zee Bangla-র পছন্দের বাংলা সিরিয়ালগুলি, নতুন নিয়মে ক্ষুব্ধ দর্শকরা

বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) মানে দর্শকদের কাছে বিনোদনের অনেক বড় একটা মাধ্যম। বিশেষ করে মা-ঠাকুমারা যারা বাড়িতে থাকেন দিনভর কাজের ব্যস্ততার মধ্যে একটু মনোরঞ্জনের জন্য তারা টিভি খুলে পছন্দের সিরিয়াল দেখতে বসেন। তবে জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা (Star Jalsha) মাঝেমধ্যেই তাদের সিরিয়াল সম্প্রচারের ক্ষেত্রে কিছু নিয়মের পরিবর্তন করে। তাতে বেশ বেগ পেতে হয় দর্শকদের।

ইদানিং বাংলা সিরিয়াল শুধু টিভির পর্দায় আবদ্ধ নয়, ওটিটি মাধ্যমেও দেখতে পাওয়া যায় যখন খুশি যেমন খুশি। জি ফাইভ (Zee5), ডিজনি প্লাস হটস্টার (Disney Plus Hotstar) -র মত মাধ্যমগুলিতে অনায়াসে বাংলা থেকে হিন্দি সমস্ত সিরিয়াল দেখা যায়। কাজেই টিভির পাশাপাশি এই সমস্ত ওটিটি মাধ্যমেরও এখন দারুণ জনপ্রিয়তা রয়েছে। কিন্তু ওটিটিতে পছন্দের সিরিয়াল দেখার ক্ষেত্রে এবার থেকে বদলে যাচ্ছে নিয়ম।

NEEM PHULER MODHU

বর্তমান স্মার্টফোনের যুগে নিজের ইচ্ছেমত সিরিয়াল দেখে নেওয়া যায়। টিভির পর্দায় মিস হয়ে গেলেও কোনও ক্ষতি নেই, পরে নিজের সময় মত বাড়ির বাইরে থেকেও সিরিয়াল দেখতে পারেন দর্শকরা। এতদিন পর্যন্ত এই নিয়মটাই চলে আসছিল। কিন্তু সম্প্রতি জি ফাইভ অ্যাপ নতুন নিয়ম চালু করে দিল সিরিয়াল দেখার ক্ষেত্রে। যার ফলে দর্শকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বেশ কিছু দর্শক দাবি করছেন ২রা জুনের পর থেকে অ্যাপে সাম্প্রতিক পর্ব দেখার ক্ষেত্রে তাদের কিছু সমস্যা হচ্ছে। ওই দিন থেকেই জি ফাইভে কোনও সিরিয়ালের সাম্প্রতিক পর্ব সম্প্রচারিত হচ্ছে না। যাদের কাছে অ্যাপের সাবস্ক্রিপশন রয়েছে তারা যেদিনের পর্ব সেদিনই দেখে নিতে পারবেন। এমনই নিয়ম রয়েছে জি ফাইভে। যাদের কাছে সাবস্ক্রিপশন নেই তাদের পরের দিনের জন্য অপেক্ষা করতে হয়।

KHELNA BARI

এই নিয়মে বেশ চটে গিয়েছেন দর্শকদের একাংশ। তারা দাবি করছেন, যাদের সামর্থ্য নেই সাবস্ক্রিপশন নেওয়ার তাদের জন্য এই নিয়মটা খুবই খারাপ। যদিও জানা যাচ্ছে যে সিরিয়ালের টিআরপি বাড়ানোর জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে জি ফাইভ। আসলে বহু দর্শক ওটিটিতে সিরিয়াল দেখার সুযোগকে কাজে লাগিয়ে টিভি খুলছেনই না। এর ফলে প্রায় সব সিরিয়ালের টিআরপিতে জোর ধাক্কা লাগছে।

JAGADHATRI

আরও পড়ুন : সিরিয়ালের পর্দায় নয়, বাস্তবেই বাবার দ্বিতীয় বিয়ে দিচ্ছেন এই সিরিয়াল অভিনেত্রী

টিভির উপরেই নির্ভর করে প্রত্যেক সপ্তাহের টিআরপি রিপোর্ট। তাই দর্শকরা যদি টিভি খুলে সিরিয়াল না দেখেন সে ক্ষেত্রে টিআরপি এক ধাক্কায় অনেকটা নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু অ্যাপেই সিরিয়াল দেখা যাচ্ছে তাই টিআরপি তালিকা পড়ে যাচ্ছে। দর্শকদের মধ্যে এই প্রবণতা কমানোর জন্য জি ফাইভ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : অভিনয়ে টেক্কা দিচ্ছেন পুরনোদের, রইল বাংলা সিরিয়ালের নবাগত অভিনেতাদের আসল নাম-পরিচয়