কেউ মাধ্যমিকে ফেল, কেউ যায়নি স্কুল! ধর্মেন্দ্রর পরিবারে সব থেকে বেশি শিক্ষিত কে জানেন?

বলিউড (Bollywood) -র সুপারস্টার পরিবারগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হল দেওল পরিবার (Deol Family)ধর্মেন্দ্র (Dharmendra), হেমা মালিনী (Hema Malini) থেকে শুরু করে সানি দেওল (Sunny Deol), ববি দেওল (Bobby Deol) সকলেই সুপারস্টার। তবে এত বড় তারকা পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা কত জানেন? জানেন এই পরিবারে কে বেশি শিক্ষিত? আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন ধর্মেন্দ্রর পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification Of Dharmendra`s Family)

ধর্মেন্দ্র (Dharmendra) : ৭০-৮০ দশকে বলিউডের অন্যতম হার্টথ্রব অভিনেতা ছিলেন ধর্মেন্দ্র। হিন্দি সিনেমার এই বর্ষীয়ান অভিনেতা পাঞ্জাবের ফাগওয়ারা শহরের আর্য হাই স্কুল এবং রামগড়িয়া স্কুল থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর বলিউডে প্রবেশ করার জন্য তিনি পড়াশোনা ছেড়ে দেন।

SUNNY DEOL

সানি দেওল (Sunny Deol) : ধর্মেন্দ্রর বড় ছেলে সানি দেওলও তার সুপারস্টার বাবার ইমেজ ধরে রাখতে পেরেছেন। নামী অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি ভারতীয় জনতা পার্টির লোকসভা সাংসদ। তিনি মহারাষ্ট্রের ভগবান ভাইন স্কুল থেকে পড়াশোনা করে স্নাতক হওয়ার জন্য রাম নিরঞ্জন আনন্দীমাল পোদার কলেজ অফ কমার্স এন্ড ইকনোমিক্সে ভর্তি হন।

ববি দেওল (Bobby Deol) : সানি দেওলের ছোট ভাই ববি মুম্বাইয়ের জামনাবাই নার্সি স্কুলে ভর্তি হন। এরপর আজমিরের মায়ো কলেজ থেকে তিনি স্কুলের পড়াশোনা শেষ করেন। তারপর মুম্বাইয়ের বিখ্যাত মিঠিবাই কলেজ থেকে স্নাতক হন ববি। পরে তিনিও বাবা এবং দাদার মত অভিনয় জগতে প্রবেশ করেন।

karan deol

করণ দেওল (Karan Deol) : সানি দেওলের ছেলে করণ মুম্বাইয়ের মন্ডিয়াল স্কুল থেকে পড়াশোনা করেছেন বলে জানা যায়। তিনি একজন অভিনেতা এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে বলিউডে তার পরিচিতি রয়েছে।

আর্যমান দেওল (Aryaman Deol) : আর্যমান হলেন ববি দেওলের ছেলে। তিনি এই পরিবারের সবথেকে ছোট সদস্য। আর্যমান নিউইয়র্কে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন এখন।

karan deol and drisha

দৃশা আচার্য (Drisha Acharya) : সম্প্রতি সানি দেওলের ছেলে করণের সঙ্গে দৃশা আচার্যর বিয়ে হয়েছে। এই মুহূর্তে এই পরিবারে সব থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা তারই রয়েছে। তিনি দুবাইয়ের জুমেইরাহ কলেজ থেকে স্নাতক হয়েছেন। তারপর কানাডার টরেন্টোর ইউনিভার্সিটিতে তিনি টেকনিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং নিয়ে পড়াশোনা করেছেন।

Hema Malini

আরও পড়ুন : ধর্মেন্দ্রকে লুকিয়ে জিতেন্দ্রকে বিয়ে করতে যাচ্ছিলেন হেমা, বিয়ের মণ্ডপে ধর্মেন্দ্র কী করেছিলেন জানেন?

হেমা মালিনী (Hema Malini) : হেমা মালিনী তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে নিজেই জানিয়েছেন যে মাধ্যমিক পাস করার পর তিনি পড়াশোনা ছেড়ে দেন। এরপর তিনি নাচের তালিম নিতে থাকেন। ২০১২ সালে তিনি পিএইচডি করেছেন। তাছাড়া তিনি পদ্মশ্রী সম্মানও পেয়েছেন।

আরও পড়ুন : রূপে দিদিমাকেও ১০ গোল দেবে, ধর্মেন্দ্র-হেমার নাতনিকে চেনেন? দেখুন ছবি