বাংলা সিরিয়ালে (Bengali Mega Serial) এরকম বহু অভিনেতা রয়েছেন যারা প্রথম সিরিয়ালের ছোট্ট রোলে অভিনয়ের সুযোগ পেয়েই নিজেদের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। সেই সঙ্গে পরবর্তী সিরিয়ালে সরাসরি নায়ক অথবা নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন তারা। এদের মধ্যে একজন হলেন ঋত্বিক মুখার্জী (Writtick Mukherjee)। এই পথ যদি না শেষ হয় (Ei Poth Jodi Na Sesh Hoi) সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি।
স্টার জলসাতে সর্বপ্রথম প্রথমা কাদম্বিনী (Prathama Kadambini) সিরিয়ালের হাত ধরে অভিনয় দুনিয়াতে পা রেখেছিলেন ঋত্বিক। শোলাঙ্কি রায়, হানি বাফনা অভিনীত ওই সিরিয়ালে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। সেই সিরিয়ালে এক ডাক্তারি পড়ুয়ার চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। এই থেকেই তার সিরিয়ালে পথ চলা শুরু হয়।
ঋত্বিক মুখার্জী অনেক পরিশ্রম করে তবে আজকে এই জায়গায় পৌঁছেছেন। একটা সময় ছিল যখন তার হাতে কোনও কাজ ছিল না। অভিনয় করতে তিনি ছোট থেকেই ভালবাসতেন। থিয়েটারে অভিনয় করে শখ পূরণ হলেও উপার্জন হচ্ছিল না। করোনাকালে তিনি আরও বিপদে পড়েন। তখন তাকে রাস্তায় বসে সবজিও বিক্রি করতে হয়েছে।
তবে নিজের অভিনয় দক্ষতার সম্পূর্ণ যোগ্য মর্যাদা পেয়েছেন তিনি। এই পথ যদি না শেষ হয় সিরিয়ালে তিনি নায়ক হিসেবে অভিনয়ের সুযোগ পান। তাকে সাত্যকি নামে চিনতে শুরু করেন দর্শকরা। সাইড রোল থেকে অনেক কষ্ট করে তিনি নায়ক হতে পেরেছেন নিজের যোগ্যতায়।
এখন জি বাংলার আরেকটি সিরিয়ালের নায়ক হিসেবে অভিনয় করছেন তিনি। জি বাংলাতে সদ্য শুরু হয়েছে মন দিতে চাই নামের একটি সিরিয়াল। এই সিরিয়ালে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন অরুনিমা হালদার। জীবনের প্রথম সিরিয়ালে অন্বেষা হাজরার সঙ্গে ঋত্বিকের জুটি বেশ পছন্দ করেছেন দর্শকরা।
বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঋত্বিকের ফ্যান পেজে প্রথমা কাদম্বিনী থেকে তার কিছু ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখে তাকে চিনতেই পারছেন না অনুরাগীরা। সেই সঙ্গে অভিনয় জগতে তার স্ট্রাগল নিয়ে চর্চা হচ্ছে। আজ এই অভিনেতা একজন জনপ্রিয় নায়ক, তাও আবার বাংলার প্রথম সারির জনপ্রিয় চ্যানেলে। তিনি নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরেছেন।