কয়েক মিনিট মুখ দেখিয়ে কোটি কোটি টাকা, বলিউড তারকাদের পারিশ্রমিক জানলে চমকে উঠবেন আপনি

বলিউডের তারকাদের বিলাসবহুল জীবনযাত্রা, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যেন উপচে পড়ছে গ্ল্যামার, দামি দামি গাড়ি-বাড়ি, ব্যাঙ্ক ব্যালেন্সের অভাব নেই কোনও। আর হবে নাই বা কেন? ছবি পিছু তারা যে ইনকাম করছেন তা যে কোনও ধনকুবেরকে হার মানাবে। বলিউড তারকাদের ছবি কিছু পারিশ্রমিক কত (Remuneration Of Bollywood Actors For Per Movie)? ফাঁস করলেন কে আর কে।

বরুণ ধাওয়ান (Varun Dhawan) : বরুণ ধাওয়ানের কেরিয়ারে সফল ছবি বলতে গেলে হাতে গোনা। তবে তিনি যে সে তারকা নন। বক্স অফিসে কিছু করে দেখাতে না পারলেও ছবি পিছু তার পারিশ্রমিক বেশ চড়া। সদ্য তার ‘যুগ যুগ জিও’ ছবিটি মুক্তি পেতেই ফ্লপ হয়েছে। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন ২৫ কোটি টাকা।

আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana) : গত চারটি ছবি পরপর ফ্লপ হয়েছে আয়ুষ্মানের। ইনিও বরুণের মতো এই ২৫ কোটি টাকা দাবি করেন। ঠিক এই কারণেই তার ‘ড্রিম গার্ল ২’ ছবিটি হলে মুক্তিতে সমস্যা দেখা দিচ্ছে। কারণ গত চারটি ছবি ফ্লপ হওয়ার কারণে এত টাকা দিয়ে আয়ুষ্মানের উপর কেউ বাজি ধরতে চাইছেন না।

কার্তিক আরিয়ান (Kartik Aryan) : কার্তিক আরিয়ানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভুলভুলাইয়া’ অফিসের রীতিমতো ধামাকা এনে দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই তার চাহিদাও এখন তুঙ্গে। তিনি এখন এক একটি ছবির জন্য ৩০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন।

অক্ষয় কুমার (Akshay Kumar) : অক্ষয় কুমার বলিউডে সবসময় ধারাবাহিকভাবে ছবি দিয়ে যান। লকডাউনের সময়ও তার ছবি ভালই ব্যবসা করেছে। তাই তখন তার পারিশ্রমিক ছিল ১৩০ কোটি টাকা। কিন্তু কয়েকটা ছবি ফ্লপ হওয়ার কারণে তিনি তার পারিশ্রমিক কমিয়ে ১০০ কোটিতে নামিয়ে এনেছেন।

অর্জুন কাপুর (Arjun Kapoor) : কেরিয়ারের দিকে বিচার করলে অর্জুন কাপুর একজন ফ্লপ অভিনেতা। তিনি এই ছবি পিছু ৬ কোটি টাকা পারিশ্রমিক নেন। তবে জানেন কি তাকে পাওয়ার জন্য প্রযোজকরা রীতিমতো হাতে-পায়ে ধরেন? প্রযোজক ভূষণ কুমার ইতিমধ্যেই অর্জুন কাপুরকে নিজের অফিসে ডেকে রীতিমতো অনুরোধ করে তাকে দিয়ে তিনটি ছবিতে সই করিয়েছেন!

বিদ্যুৎ জামাল (Vidyt Jamwal) : অ্যাকশান ঘরানার ফিল্মগুলোতে বেশ ভালই কামাল দেখাচ্ছেন বিদ্যুৎ জামাল। তিনি প্রতিটি ছবির জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন।

রাজকুমার রাও (Rajkumar Rao) : বলিউডের নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে অন্যতম রাজকুমার রাও। কিন্তু তিনিও খুব বেছে বেছে ছবিতে অভিনয় করেন। কমার্শিয়াল ছবি হলেও তার প্রতিটি ছবি সমাজে কিছু বার্তা দিয়ে যায়। রাজকুমার রাও তার প্রতিটি ছবির জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন।

শাহিদ কাপুর (Shahid Kapoor) : শাহিদ কাপুরের বিগত বছরগুলোতে ২২ টি ছবি ফ্লপ হয়েছে। তবুও তিনি ছবি পিছু ৭৫ কোটি টাকা দাবি করেন। সম্প্রতি একটি ছবির প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে। কোনও প্রযোজককে সেই প্রজেক্টর যেন রাজি করাতে না পেরে শেষমেষ প্রথমে ৬০, তারপর ৪০ কোটিতে পারিশ্রমিক নামে এনেছেন শাহিদ। তবুও ছবিটি কোনও প্রযোজক বানাতে চাইছেন না।

john abraham

জন আব্রাহাম (John Abraham) : পরপর ৬ টি ছবি সুপার ডুপার ফ্লপ হওয়া সত্ত্বেও জন আব্রাহাম নিজেকে বড় পর্দার সুপারস্টার ভাবেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ৩০০ কোটি টাকার ওটিটি প্লাটফর্মে তিনি তার ছবি মুক্তি দেবেন। ৫০০ থেকে ১০০০ কোটি টাকার ছবিতে কেবল বড় পর্দাতেই তাকে দেখতে হবে! তিনি ছবি পিছু ৪০ কোটি টাকা দাবি করেন।