মৃত্যুকে আবারও চ্যালেঞ্জ? ৮০০০ যাত্রী নিয়ে সমুদ্রে নামছে ‘দ্বিতীয় টাইটানিক’, জাঁকজমক দেখলে ঘুরে যাবে মাথা

World Largest Cruise Icon of the Seas People Calling Second Titanic Photo Gallery : টাইটনিক (Titanic) -র পর এবার আরও এক প্রমোদতরী ভাসতে চলেছে সাগরের বুকে। যার পরতে পরতে একাধিক চমক। যার বিলাসিতার ঝলক চোখ ধাঁধিয়ে দেবে।আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তার পরেই যাত্রা শুরু করবে এই ‘দ্বিতীয় টাইটানিক’ (Second Titanic)রয়্যাল ক্যারিবিয়ান (Royal Carribien) গোষ্ঠীর বিশাল এই প্রমোদতরী, যেখানে থাকবে বিলাস, বিনোদনের সব আয়োজন। এখানে কি নেই? সূরা পান থেকে সাঁতার কাটা সব সুযোগই পাবেন যাত্রীরা।

২০২৪ সালের ২৭ জানুয়ারি যাত্রা শুরু করবে রয়্যাল ক্যারিবিয়ান গোষ্ঠীর বিশাল এই প্রমোদতরী। সাত দিন টানা সমুদ্রের বুকে যাত্রীদের নিয়ে ভাসবে এই জাহাজ। এই বিশাল প্রমোদতরীটির নাম ‘আইকন অফ দ্য সিজ’ (Icon of the Seas)। যা টাইটানিকের থেকেও বেশ কয়েকগুণ বড়ো। এই জাহাজের দৈর্ঘ্য প্রায় ১,২০০ ফুট। ওজন ২ লক্ষ ৫০ হাজার ৮০০ টন। যেখানে টাইটানিকের দৈর্ঘ্য ছিল ২৬৯ মিটার বা ৮৮২.৫৪ ফুট। টাইটানিকের থেকেও কতটা বড় এই জাহাজ, তা এর থেকেই স্পষ্ট।

Icon of the Seas

জাহাজটি যাত্রা শুরু করবে আমেরিকার ফ্লরিডার মায়ামি থেকে। আর যাবে পূর্ব এবং পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। এই জাহাজে চাপতে পারবেন প্রায় ৭,৯৬০ জন। তাদের মধ্যে ৫,৬১০ জন যাত্রী এবং ২,৩৫০ জন কর্মী। তবে এই বিলাস ময় জাহাজের প্রথম সফরের সাক্ষী হাজার হাজার মানুষ হতে চেয়েছেন। তাই  ইতিমধ্যে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

রয়্যাল ক্যারিবিয়ান সংস্থার তরফে জানানো হয়েছে, এখন তাদের সব থেকে বড় জাহাজ হল ‘ওয়ান্ডার অফ দ্য সিস’। কিন্তু ‘আইকন অফ দ্য সিস’ তার থেকেও ৬ শতাংশ বড়। দৈর্ঘ্যে ১০ ফুট বেশি। ফিনল্যান্ডের মেয়ের টুর্কু জাহাজ নির্মাণ কেন্দ্রে জাহাজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০২২ সালের এপ্রিলে। ওই জাহাজ নির্মাণ কেন্দ্র থেকেই পরীক্ষামূলক সফরের জন্য রওনা হয়েছে জাহাজটি।

Icon of the Seas

পরীক্ষামূলক সফরের সময় চার দিন ধরে জাহাজের প্রধান ইঞ্জিন, প্রযুক্তি, কম্পন পরীক্ষানিরীক্ষা করে দেখেছেন ৪৫০ জন বিশেষজ্ঞ। চলতি বছরের শেষে আরও এক বার পরীক্ষামূলক যাত্রা করবে ‘আইকন অফ দ্য সিজ়’। তার পরেই চূড়ান্ত সফরের ছাড়পত্র পাবে সে। যোগ দেবে রয়্যাল ক্যারিবিয়ান সংস্থার কাজে।

Icon of the Seas

এদিকে সংস্থার তরফে জানানো হয়েছে, এই প্রমোদতরীতে সব ধরনের পরিবারই যাত্রা উপভোগ করবেন। প্রমোদতরীতে ২৮ ধরনের কেবিন থাকবে। ৮২ শতাংশ ঘরেই তিন বা তার বেশি সংখ্যক মানুষ থাকতে পারবেন। ৭০ শতাংশ ঘরে ব্যালকনি থাকবে। আরাম করা বা রোমাঞ্চ উপভোগ, সবটাই হবে সেখানে। এছাড়াও পানাহার, বিনোদনের জন্য ৪০ রকমের ব্যবস্থা থাকছে।

Icon of the Seas

যাত্রীরা এই জাহাজে পা দিলে অন্য রকম অভিজ্ঞতা সঞ্চয় করবেন। তাদের সেরা ছুটি উপহার দেওয়ার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই প্রমোদতরী। সাত রাতের পূর্ব-ক্যারিবিয়ান সফরে ঘোরানো হবে মায়ামি, ফিলিপসবার্গ, শার্লটি আমালি, কোকো কে। আর পশ্চিম-ক্যারিবিয়ান সফরে ঘোরানো হবে মায়ামি, রোয়াটান, কোস্টা মায়া, কোজুমেল, কোকো কে।

Icon of the Seas

আরও পড়ুন : শুধুই নকশা নয়, বিস্কুটের গায়ে এমন অসংখ্য ছিদ্র থাকার আসল কারণ জানেন?

জাহাজের মধ্যে রয়েছে আস্ত ওয়াটার পার্ক। যেখানে রয়েছে ছ’টি ওয়াটার স্লাইড। তার পাশাপাশি রয়েছে সাতটি সুইমিং পুল এবং ন’টি বিশেষ ধরনের পুল, যার মধ্যে ঘূর্ণাবর্ত চলবে। এছাড়াও অ্যাকোয়া থিয়েটারও রয়েছে। যেখানে পুলের ধারে রয়েছে দর্শকাসন। ২২০ ডিগ্রি ভিউ রয়েছে। জাহাজের ভিতরে রয়েছে পার্ক, যেখানে রয়েছে আসল গাছ। সাঁতার দিতে দিতে সুরাপানের ব্যবস্থাও থাকছে যাত্রীদের জন্য। তবে প্রমোদতরীতে সওয়ারের খরচ কত, তা অবশ্য এখনও জানা যায়নি।

আরও পড়ুন : মুকেশ আম্বানিকে ছেড়ে এই ব্যক্তির সঙ্গেই দিনরাত থাকেন নীতা, জানেন কীসের সম্পর্ক তাদের?