ভারতবর্ষে যাদের পাসপোর্ট রয়েছে, প্রত্যেকেরই পাসপোর্টের রং কিন্তু নীল। কিন্তু শাহরুখ খানের রয়েছে মেরুন রংয়ের পাসপোর্ট। যারা শাহরুখের পাসপোর্ট দেখেছেন তারা নিশ্চয়ই ব্যাপারটা লক্ষ্য করবেন। ভারতীয়দের ক্ষেত্রে পাসপোর্টের রং হিসেবে নীলটাকেই ধার্য করা হয়েছিল। তাহলে কেন শাহরুখ খানের পাসপোর্টের রং মেরুন? এই মেরুন রংয়ের পাসপোর্ট দিয়ে কোন বাড়তি সুবিধা পান তিনি?
কেন শাহরুখ খানের কাছে মেরুন রংয়ের পাসপোর্ট আছে?
আসলে ভারতবর্ষে তিনটি রংয়ের পাসপোর্টের প্রচলন আছে। বেশিরভাগ মানুষের কাছে নীল রঙের পাসপোর্ট দেখতে পাবেন আপনি। বাকি দুই রংয়ের পাসপোর্ট খুবই বিরল। ভারতে খুব কম মানুষের কাছেই আপনি এই দুই ধরনের পাসপোর্ট দেখতে পাবেন। শাহরুখ খান সেই বিরলতম মানুষদের মধ্যে অন্যতম। এবার জেনে নিন নীল, সাদা এবং মেরুন রংয়ের পাসপোর্টের কোনটার কী গুরুত্ব? কোনটি কোন কাজে লাগে?
ভারতীয় পাসপোর্ট কত ধরনের ও কী কী?
যদি বিদেশে যাতায়াত করতে হয় তাহলে ভারতের সাধারণ নাগরিকদের নীল রঙের পাসপোর্ট থাকলেই হবে। কিন্তু যাত্রী যদি সরকারি কাজে বিদেশে যান তাহলে তাকে সাদা রংয়ের পাসপোর্ট নিয়ে যেতে হবে। এই ধরনের পাসপোর্ট প্রধানত থাকে সরকারি কর্তা ও আমলাদের, যাদের ঘনঘন বিদেশে যেতে হয়। আর মেরুন রঙের পাসপোর্ট থাকে কূটনৈতিক বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে।
আরও পড়ুন : স্ত্রী বা মেয়ে নন, কার ছবি ফোনের ওয়ালপেপারে রাখেন শাহরুখ খান?
আরও পড়ুন : আলিয়া, দীপিকা থেকে অক্ষয় কুমার, ভারতের নাগরিকই নন এই ১৩ বলিউড সুপারস্টার
এখন প্রশ্ন হল শাহরুখ খান তো ভারতের কূটনৈতিক বা ঊর্ধ্বতন কর্তাদের মধ্যে পড়েন না। তাহলে তার কাছে কেন মেরুন রঙের পাসপোর্ট আছে? আসলে শাহরুখ খানকে এই মেরুন রঙের পাসপোর্ট দিয়েছে ভারত সরকার। শাহরুখ ভারতীয় সিনেমাতে যে অসামান্য অবদান রেখেছেন তার প্রতি সম্মান জানাতেই এই ব্যবস্থা। এই পাসপোর্ট থাকলে আন্তর্জাতিক সফরের জন্য ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের দরকার পড়ে না। যদিও শাহরুখ খান এই পাসপোর্ট ব্যবহার করেন কিনা সেটা নিশ্চিতভাবে জানা যায়নি।