আলিয়া, দীপিকা থেকে অক্ষয় কুমার, ভারতের নাগরিকই নন এই ১৩ বলিউড সুপারস্টার

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির সুপারস্টাররা ভারতীয় সিনেমার হয়ে কাজ করলেও সকলেই যে এই দেশের নাগরিক (Indian Citizen) এমনটা কিন্তু নয়। এমন অনেক তারকা রয়েছেন যাদের ভারতীয় নাগরিকত্বই (Indian Citizenship) নেই। এদের মধ্যে কেউ কেউ বিদেশ থেকে এসেছেন। কেউ আবার ভারতে জন্মগ্রহণ করা সত্ত্বেও নাগরিকত্ব নেননি এখনও। এক নজরে দেখে নিন এই তালিকায় রয়েছেন কোন কোন তারকা।

অক্ষয় কুমার (Akshay Kumar) : বলিউডের খিলাড়ি কুমার ভারতীয় সিনেমার হয়ে কাজ করছেন দীর্ঘ বেশ কয়েক দশক ধরে। দেশে তার কোটি কোটি ফ্যান ফলোয়ার্স রয়েছে। একাধিক দেশপ্রেমমূলক ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে তার নিজেরই ভারতের নাগরিকত্ব নেই। তার কাছে রয়েছে কানাডিয়ান পাসপোর্ট।

Akshay Kumar said he is going to get Indian passport very soon

আলিয়া ভাট (Alia Bhatt) : অক্ষয় কুমারের মতো আলিয়া ভাটও খাতায়-কলমে ভারতের নাগরিক নন। তার বাবা মহেশ ভাট ভারতীয়। তবে মা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। মায়ের সূত্রে আলিয়ার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে।

ranbir kapoor alia bhatt

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : বলিউডের এই সুন্দরীর বাবা ছিলেন ভারতীয়। তবে তিনি জন্মগ্রহণ করেন হংকংয়ে। জন্মের পর থেকে একাধিক দেশ ঘুরেছেন ক্যাটরিনা। শেষমেষ বলিউডে এসে থিতু হয়েছেন অভিনেত্রী। ক্যাটরিনার কাছেও ভারতের নাগরিকত্ব নেই।

জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandes) : এই শ্রীলঙ্কান সুন্দরীর কাছেও ভারতের নাগরিকত্ব নেই। তিনি শ্রীলঙ্কার নাগরিক। কর্মসূত্রে ভারতে এসে রয়েছেন দীর্ঘদিন। ২০০৬ সালের মিস শ্রীলঙ্কা জ্যাকলিন ফার্নান্ডেজ তার জীবনের বেশিরভাগ সময়টা মালয়েশিয়া এবং বাহারাইনে কাটিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। তার কাছে শ্রীলঙ্কার পাসপোর্ট রয়েছে।

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) : এই বলিউড সুন্দরীর কাছেও ভারতীয় নাগরিকত্ব নেই। দীপিকা ডেনমার্কে জন্মগ্রহণ করেন। তিনি বড় হয়েছেন ব্যাঙ্গালুরুতে।

নার্গিস ফাখরি (Nargis Fakhri) : কানাডিয়ান পাসপোর্ট রয়েছে নার্গিস ফাখরির কাছে। এই সুন্দরী বলিউডে প্রবেশ করার আগে আমেরিকার টিভি মডেল হান্ট অনুষ্ঠানে কাজ করতেন।

Bollywood Actor Imran Khan Movies, Photos, WiKi, Biography & More

ইমরান খান (Imran Khan) : বলিউড অভিনেতা আমির খান ভারতের নাগরিক। কিন্তু তার ভাগ্নে তথা অভিনেতা ইমরান খানের ভারতীয় নাগরিকত্ব নেই। তার কাছে মার্কিন নাগরিকত্ব রয়েছে।

আদনান সামি (Adnan Sami) : আদনানের গান শুনে মুগ্ধ গোটা দেশ। তবে জানলে অবাক হবেন তিনি সম্প্রতি ভারতের নাগরিকত্ব পেয়েছেন। এর আগে বহু যুগ পর্যন্ত মুসলিম নাগরিকত্বই ছিল তার পরিচয়।