এই একটি মাত্র কারণে শাহরুখ আমিশার সঙ্গে কোনদিনও কাজ করেননি! বিস্ফোরক ‘গদর’ অভিনেত্রী

Ameesha Patel Movies : গদর দুই (Gadar 2) ছবিটিকে কেন্দ্র করে এখন তোলপাড় গোটা দেশ। বক্স অফিস জুড়ে কার্যত ‘গদর : দ্য কথা কন্টিনিউজ’ (Gadar 2: The Katha Continues) ছবির জয়জয়কার চলছে। এই ছবির হাত ধরে বহু বছর পর আবার সিনেমার পর্দায় ফিরেছেন আমিশা প্যাটেল (Ameesha Patel)। বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি। তবে যোগ্যতা এবং দক্ষতা থাকা সত্ত্বেও আমিশা বলিউড থেকে সেভাবে সফল হতে পারেননি বলা চলে।

আমিশা প্যাটেল অভিনীত ছবি বললে কহো না পেয়ার হে, গদর এবং ভুলভুলাইয়া ছাড়া আর বিশেষ উল্লেখযোগ্য নাম পাওয়া যায় না। অথচ এই এই সুন্দরী অভিনেত্রী দর্শকদের মধ্যে ভীষণই জনপ্রিয়। এমন নয় যে তার হাতে ভাল ভাল কাজের প্রস্তাব আসেনি। শাহরুখ খান (Shah Rukh Khan) থেকে শুরু করে সালমান খান (Salman Khan), আমির খান (Aamir Khan), সঞ্জয় দত্ত (Sanjay Dutt) -দের মত এত বড় তারকাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তার ভাগ্য সহায় হয়নি।

AMEESHA PATEL

আমিশা পাটেল একজন বড় মাপের অভিনেত্রী। তৎকালীন সময়ের প্রত্যেক অভিনেত্রীই চাইতেন শাহরুখ, সালমান এবং আমির খানের সঙ্গে কাজ করতেন। আমিশার কাছে শাহরুখের সঙ্গে ‘চলতে চলতে’ ছবির প্রস্তাবও এসেছিল। সেই সঙ্গে তিনি সঞ্জয় দত্তের সঙ্গে মুন্নাভাই, সালমান খানের সঙ্গে তেরে নাম, আমির খানের সঙ্গে লগান ছবির জন্যেও প্রস্তাব পেয়েছিলেন। তার হাত থেকে বড় বড় কাজের সুযোগ বেরিয়ে গিয়েছিল।

চলতে চলতে, মুন্নাভাই এমবিবিএস এবং তেরে নাম ছবির প্রস্তাব নিজেই ফিরিয়ে দিয়েছিলেন আমিশা। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, “অনেক ছবি যেগুলো আমি করতে পারিনি কারণ আমার ডেট নিয়ে সমস্যা হচ্ছিল। তাই আফসোস করার জায়গা নেই। অন্য ছবির জন্য চুক্তিবদ্ধ ছিলাম, তাই আমার কিছু করার ছিল না।” তবে এতে আসলে আমিশার কেরিয়ারে খুব খারাপ প্রভাব পড়েছিল।

Ameesha Patel

‘চলতে চলতে’ ছবির নায়িকা হিসেবে সুযোগ পেয়ে যান রানী মুখার্জী। অন্যদিকে সঞ্জয় দত্তের ছবিতে গ্রেসি সিংয়ের দেখা মিলেছিল। পরে ‘লগান’ ছবির জন্য আমিশার কাছে প্রথমে প্রস্তাব গেলেও তাকে এই বলে বাদ দিয়ে দেওয়া হয় যে তিনি গ্রামের মেয়ের চরিত্রের জন্য উপযুক্ত নন। তাই এই ছবিটাও গ্রেসি সিং পেয়ে যান। পরে সালমানের সঙ্গে ছবি করার সুযোগ পেলেও শাহরুখের সঙ্গে আর ছবি করতে পারেননি আমিশা।

AMEESHA PATEL AND VIKRAM BHATT

আরও পড়ুন : শুধু ‘গদর’ নয়, সানি দেওলের সেরা এই ৫ সিনেমা না দেখলে হবে চরম মিস

হৃত্বিক রোশনের সঙ্গে কহো না পেয়ার হে ও সানি দেওলের সঙ্গে গদর, নায়িকা হিসেবে আমিশার কেরিয়ারের এই দুটি ছবিই মনে পড়ে দর্শকদের। এছাড়া তার অভিনীত অন্যান্য ছবিগুলো বক্স অফিসে দাগ কাটতে পারেনি। তার উপর আবার বিক্রম ভাটের সঙ্গে তার সম্পর্কের জন্য অনেক বিতর্ক হয়েছিল। বহু বছর পর ‘গদর ২’ তার বলিউডে কামব্যাক ছবি বলা যেতে পারে।

আরও পড়ুন : বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম, এক ভুলেই কেরিয়ার শেষ হয়ে গেল ‘গদর’ অভিনেত্রী আমিশা প্যাটেলের