Ratan Tata`s Love Story : ভারত তথা বিশ্বের প্রথম সারির একজন ধনী ব্যক্তি হলেন রতন টাটা (Ratan Tata)। প্রায় ১৫৭ বছরের পুরনো টাটা গ্রুপ ইন্ডাস্ট্রিজের কর্ণধার তিনি। কয়েক দশক আগে যখন তিনি এই সংস্থার দায়িত্বভার নিজের কাঁধে নেন, তারপর থেকেই ক্রমশ সফলতার শিখরে নিয়ে গিয়েছেন নিজ দায়িত্বে। প্রভূত সম্পত্তির মালিক তিনি, মানুষ হিসেবে তার তুলনা হয় না।
মনের দিক থেকে খুবই সরল এবং শান্ত প্রকৃতির মানুষ রতন টাটা। আজ তার চারপাশে প্রচুর মানুষের ভিড়। কিন্তু তার পরিবার বলতে কেউই নেই প্রায়। ৮৫ বছর বয়সী রতন টাটা সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, “একাকিত্বের অনুভূতি কি আপনি একা না থাকা পর্যন্ত বুঝতে পারবেন না।” কিন্তু কেন একা রয়েছেন রতন টাটা? কেন বিয়ে করলেন না তিনি?
কেন বিয়ে করেননি রতন টাটা?
আসলে আর পাঁচ জন সাধারণ মানুষের মত রতন টাটার জীবনেও কিন্তু প্রেম এসেছিল। তিনি তার প্রেমিকাকে বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু তাদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় ভারত-চীনের যুদ্ধ। রতন টাটা যখন লস এঞ্জেলসে ছিলেন তখন সেখানে চাকরি করার সময় তিনি এক মার্কিন মেয়ের প্রেমে পড়েন। সেই মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি।
আরও পড়ুন : মুকেশ আম্বানি, রতন টাটা মহিলা হলে দেখতে কেমন হতেন দেখুন
বিদেশে নতুন চাকরি, সুন্দর পরিবেশ, নতুন প্রেম, সব মিলিয়ে দিনগুলো বেশ ভালই কাটছিল তার। কিন্তু তিনি হঠাৎ করে তার ঠাকুমার শরীর খারাপের সংবাদ পান। যে কারণে তাকে ভারতে ফিরে আসতে হয়। রতন টাটা এবং তার প্রেমিকা সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতে এসে তারা বিয়ে করবেন। তার প্রেমিকার বাড়ি থেকেও বিয়ে নিয়ে সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল।
আরও পড়ুন : এই মেয়েটাই রতন টাটার ‘গার্লফ্রেন্ড’, বলুন তো ইনি কে?
কিন্তু ১৯৬২ সালে ভারত-চীনের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। রতন টাটা ভারতের ফিরতে পারলেও তার প্রেমিকা আসতে পারেননি। এই যুদ্ধের কারণে আসলে টাটার প্রেমিকার বাবা-মা মেয়েকে ভারতে পাঠাতে চাননি। তাই তাদের প্রেমটা অসম্পূর্ণ থেকে গেল। অন্যদিকে ভারতে ফিরে এসে বলিউড অভিনেত্রী সিমি গারেওয়াল (Simi Garewal) -র প্রেমে পড়েন রতন টাটা। যদিও তাদের প্রেম বিয়ে পর্যন্ত গড়ায়নি।