শ্রীদেবীকে বিয়ের প্রস্তাব দেন রজনীকান্ত! বিয়ে হল না এই একটি কারণে

বলিউড থেকে কলিউড, বলতে গেলে গোটা ভারত জুড়ে শ্রীদেবীর ভক্তরা রয়েছেন। এমনকি তারকাদের মধ্যেও অনেকে ছিলেন তার ফ্যান। শ্রীদেবীর অসাধারণ সৌন্দর্য ও অভিনয় গুণে মোহিত হয়েছিলেন দক্ষিণের থালাইভা রজনীকান্তও। প্রেম নয়, শ্রীদেবীকে সরাসরি বিয়ে করতে চেয়েছিলেন তিনি। রজনীকান্ত নিজে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন শ্রীদেবীর কাছে। কিন্তু একটি কারণে সেদিন বিয়ের প্রস্তাব না দিয়েই রজনীকে ফিরে আসতে হয়।

রজনীকান্ত এবং শ্রীদেবী

রজনীকান্ত শ্রীদেবীর সঙ্গে বহু সিনেমাতে অভিনয় করেছিলেন। বেশিরভাগ সিনেমাতে তিনি ছিলেন রজনীকান্তের নায়িকা। একবার একটি সিনেমাতে শ্রীদেবীকে রজনীকান্তের মায়ের ভূমিকাতেও অভিনয় করতে দেখা গিয়েছিল। কাজ করতে করতেই শ্রীদেবীর প্রেমে পড়ে যান রজনীকান্ত। কিন্তু শ্রীদেবীকে সেই কথা মুখ ফুটে বলা হয়ে ওঠেনি তার। শ্রীদেবী কিন্তু বাস্তবে রজনীকান্তের থেকে বয়সে অনেকটাই ছোট ছিলেন। সেই কারণে সেটে শ্রীদেবীর খুবই যত্ন নিতেন রজনীকান্ত।

Rajinikant And Sridevi

কেন শ্রীদেবীকে বিয়ে করতে পারেননি রজনীকান্ত?

শুধু শ্রীদেবী নন, শ্রীদেবীর মায়ের সঙ্গেও রজনীকান্তের খুব ভালো সম্পর্ক ছিল। পরিচালক কে বালাচন্দ্রন একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন রজনীকান্ত শ্রীদেবীকে তার মনের কথা জানাতে সরাসরি তার বাড়িতে উপস্থিত হন। তবে শ্রীদেবীর বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যায়। রজনীকান্ত এসে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীদেবীর বাড়ির সব আলো নিভে গিয়েছিল। আর এটাকে খুবই খারাপ লক্ষণ বলে ধরে নিয়েছিলেন রজনীকান্ত।

আরও পড়ুন : নাক কেটে সোজা, ঠোট কেটে মোটা! সুন্দরী হতে কোন কোন অঙ্গের অস্ত্রপচার করেছেন শ্রীদেবী কন্যা?

Rajinikant And Sridevi

আরও পড়ুন : প্রেমে ঠকিয়েছিলেন মিঠুন, ব্রেকআপের পর কী অবস্থা হয়েছিল শ্রীদেবীর?

রজনীকান্ত আসলে এসব ব্যাপারে একটু কুসংস্কারাচ্ছন্ন মনোভাবের মানুষ ছিলেন। বিয়ের শুভ প্রস্তাব নিয়ে গিয়ে যখন অশুভ লক্ষণ দেখলেন তিনি তখন শ্রীদেবীকে মনের কথা না জানিয়েই বাড়ি ফিরে গিয়েছিলেন রজনী। এরপর আর কখনও রজনীকান্ত শ্রীদেবীকে তার মনের কথা জানানোর সাহস করেননি। শ্রীদেবী এরপর বিয়ে করেন বনি কাপুরকে। আর রজনীকান্তও অন্যত্র বিয়ে করে সংসার গড়ে তোলেন।