বর্তমানে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে রয়েছে মমতা কুলকার্নির সন্ন্যাস গ্রহণকে কেন্দ্র করে। সম্প্রতি কুম্ভমেলাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাসিনী হলেন বলিউডের এক সময়ের এই হট নায়িকা। খবর প্রকাশ্যে আসতেই নানা মুনির নানা মত আসছে। সবটাই ভন্ডামো, পুরোটাই নাটক? মহাকুম্ভে গিয়ে নিলেন সন্ন্যাস, বদলে ফেললেন নাম। কার নির্দেশে এমন কঠিন সিদ্ধান্ত নিলেন মমতা কুলকার্নি?
কেন সন্ন্যাস নিলেন মমতা কুলকার্নি?
৯০ এর দশকের সেক্স সিম্বল বলে পরিচিত মমতা কুলকার্নি সন্ন্যাস নেওয়াতে সোশ্যাল মিডিয়াতে চলছে ব্যাপক চর্চা। কেউ সাধুবাদ দিচ্ছেন মমতাকে, কেউ বলছেন সবটাই ভন্ডামো! কিন্তু মমতা বলছেন তাকে সন্ন্যাস নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং মা কালী। স্বপ্নাদেশ দিয়েছেন মা কালী। মহাকাল এবং মহাকালীর ইচ্ছেয় আজ এই পথে মমতা। ২০০০ সাল থেকে তিনি তপস্যা করছেন। তার ২৩ বছরের তপস্যা পূর্ণ হল। এখন আর তিনি মমতা নন, মমতা নন্দ গিরি।
এবার থেকে কিন্নর আখড়ার মহামন্ডলেশ্বর হয়ে তিনি দায়িত্ব পালন করবেন। ২০০০ কোটির মাদক পাচার মামলায় সদ্য হাইকোর্টে বেকসুর খালাস পেয়েছেন মমতা। নজর ঘোরাতেই কি এই পথে অভিনেত্রী? নেট নাগরিকদের একাংশ কিন্তু সেই কথাই বলছেন। বলিউডের এই অভিনেত্রীর জীবনে বিতর্ক কিছু কম নেই। টপলেস ফটো শুট, আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গে সম্পর্ক, ড্রাগ মাফিয়াকে বিয়ে থেকে শুরু করে ড্রাগ পাচার চক্রে জড়িয়ে জেলে যাওয়া, এইসবই মমতার জীবনের অংশ। ২ দশক পেরিয়েও এইসব বিতর্ক থেকে বেরোতে পারছেন না মমতা।
আরও পড়ুন : বলিউডের এই ৫ নায়িকা আন্ডারওয়ার্ল্ড ডনের প্রেমে পড়েছিলেন
আরও পড়ুন : নগ্ন ফটোশুট থেকে মাদক মামলায় গ্রেফতার! বিতর্কে ভরা মমতা কুলকার্নির জীবন
৯০ এর দশকের শেষের দিকে মমতার চর্চিত স্বামী তথা আন্তর্জাতিক ড্রাগ লর্ড হিসেবে পরিচিত ভিকি গোস্বামীকে গ্রেফতার করে পুলিশ। ২০০০ সালে দেশ ছাড়েন মমতা। পরে তাকেও ওই একই মামলায় গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। তবে এখন সেসব অতীত। হাইকোর্টই তাকে বেকসুর খালাস ঘোষণা করেছে। মমতা অবশ্য বেশ কয়েক বছর আগে থেকেই ধর্ম পথে চলছেন। তার কথায় তিনি বিগত ১২ বছর ধরে মাছ-মাংস কিছুই ছুঁয়ে দেখেন না। কঠোর সংযমের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি সন্ন্যাস নেওয়াতে অনেকেরই হয়তো আশা ভঙ্গ হয়েছে। কারণ অনেকেই ভেবেছিলেন তিনি বলিউডে ফিরবেন। গত বছরই বিদেশ থেকে দেশে ফিরে আসেন মমতা। কিন্তু তার উদ্দেশ্য যে ছিল সন্ন্যাস গ্রহণ, এমনটা কেউই আন্দাজ করতে পারেননি।