‘ইষ্টিকুটুম না ছাড়লে মরেই যেতাম’, জানেন কী ঘটেছিল পর্দার ‘বাহামণি’র সঙ্গে?

Ishtikutum Bahamoni : বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই আছেন যারা প্রথম সিরিয়াল থেকেই তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শকদের মধ্যে। কিন্তু একটি বা দুটি সিরিয়ালে অভিনয় করার পর তাদের আর ক্যামেরার সামনে দেখা যায়নি। তেমনই একজন অভিনেত্রী হলে রনিতা দাশ (Ranieeta Dash)। যাকে ‘ইষ্টিকুটুম’ (Ishtikutum) ধারাবাহিকে বাহমণির চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন দর্শকরা।

লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে স্টার জলসা (Star Jalsha) -র এই সিরিয়ালটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল এক সময়। ঋষি কৌশিক (Rishi Kaushik) -র বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন রনিতা। তখন তিনি ছিলেন ইন্ডাস্ট্রির একজন নবাগতা নায়িকা। তবে প্রথম সুযোগেই আদিবাসী মেয়ের চরিত্রে নিখুঁত অভিনয় করে রাতারাতি দর্শকদের প্রিয় নায়িকা হয়ে উঠেছিলেন তিনি।

Ranieeta Dash

তবে এই সিরিয়ালের দর্শকরা জানেন রনিতা একটা সময় পর সিরিয়াল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। নতুন বাহামণি হিসেবে তাই রাতারাতি গল্পে এসেছিল নতুন মুখ। তবে ইষ্টিকুটুম রনিতার প্রথম সিরিয়াল ছিল না। তিনি তার আগে ধন্যি মেয়ে (Dhanni Meye) নামের একটি সিরিয়ালে অভিনয় করেছিলেন। তারও আগে নাচের শো এর মাধ্যমে খুব কম বয়সে প্রথমবার ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি।

ইষ্টিকুটুম ধারাবাহিক ছেড়ে দেওয়াতে রনিতাকে নিয়ে অনেক প্রশ্ন দানা বেঁধেছিল দর্শকদের মনে। শোনা যায় শারীরিক অসুস্থতার কারণেই নাকি ইষ্টিকুটুম থেকে বেরিয়ে যান অভিনেত্রী। কিন্তু বিতর্ক আরো বেড়ে যায় যখন রনিতার প্রেমিক সৌপ্তিক চক্রবর্তী (Souptik Chakraborty) -ও রনিতার সঙ্গে ঠিক একই সময়ে জলনূপুর ধারাবাহিক ছেড়ে দেন।

RANIEETA DASH AND SOUPTIK CHAKRABORTY

ওই সময় রনিতা এবং সৌপ্তিকের বিরুদ্ধে হঠাৎ করে অভিনয় ছেড়ে দেওয়া নিয়ে ইন্ডাস্ট্রির তরফ থেকে কেস করা হয়েছিল। এমনকি প্রোডিউসার গিল্ডের তরফ থেকে তাদের ব্যান করে দেওয়া হয়। যে কারণে প্রচুর সিনেমা এবং বিজ্ঞাপনের কাজ হারিয়ে ফেলেন তারা দুজনেই। সেই থেকে দুজনকে সেইভাবে আর অভিনয় করতে দেখা যায় না।

Ranieeta Dash

আরও পড়ুন : দীপাকে ছেড়ে সোনার জন্য নতুন মা নিয়ে এল সূর্য, দেখে সিরিয়াল বয়কটের ডাক দিল দর্শকরা

এছাড়াও শোনা যায় অভিনয় করার ক্ষেত্রেও নাকি প্রচুর বায়নাক্কা রয়েছে এই দুই তারকার। তাই তাদের কাস্ট করার আগেও দুবার ভাবতে হয় নির্মাতাদের। ২০১৮ সালের রনিতা এবং সৌপ্তিককে কালার্স বাংলার ‘মহাপ্রভু শ্রী চৈতন্য’ ধারাবাহিকে শিব-পার্বতীর ভূমিকায় দেখা গিয়েছিল। রনিতা অবশ্য অভিনয়ে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুরোদমে। আর সৌপ্তিক অভিনয় ছেড়ে পরিচালনার কাজে মন দিয়েছেন।

আরও পড়ুন : স্লট ছিনিয়ে নিল সন্ধ্যাতারা, রাতারাতি বন্ধের মুখে স্টার জলসার জনপ্রিয় এই সিরিয়াল