ভারতের নেতা-মন্ত্রীরা কেন সাদা পোশাক পরেন? আসল কারণ জানলে অবাক হবেন

Why Indian Politicians Wear White Dress : নানা ভাষা, জাতি ও নানা ধর্মের মানুষের বাস এই ভারতবর্ষে। আলাদা আলাদা রীতিনীতি অনুসারে জাতধর্ম অনুসারে এখানকার মানুষের ভাষা, আচার-অনুষ্ঠান থেকে পোশাক-পরিচ্ছদ সবই বদলে যায়। তবে এই দেশের নেতা-মন্ত্রীদের মধ্যে একটা বিষয় একদম এক। আলাদা আলাদা দলীয় মতাদর্শে বিশ্বাসী হলেও দেশের বিভিন্ন রাজ্যের নেতা-মন্ত্রীদের সাদা রঙয়ের পোশাক পরতেই দেখা যায়।

রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীরা বেশিরভাগই সাদা রংয়ের পোশাক পরে জনগণের মাঝে পৌঁছে যান। কিন্তু এই সাদা পোশাক পরার চল শুরু হয়েছিল কোথা থেকে? কেন তারা পোশাক হিসেবে শুধু সাদা রংয়ের কুর্তা-পাজামা কিংবা শাড়ি  পরেন জানেন? এর পেছনে রয়েছে একটা গুরুত্বপূর্ণ কারণ। যা জানতে হলে পিছিয়ে যেতে হবে বেশ কয়েক বছর আগে।

RAHUL GANDHI

দা নিউজ মিনিটের একটি রিপোর্ট অনুসারে কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারুর শিশু কল্যাণ সমিতির শিবিরে উপস্থিত হয়েছিলেন একবার। তখন এক শিশু তাকে জিজ্ঞেস করে তিনি কেন সর্বদা তার কাঁধে তিরঙ্গা শাল রাখেন? শশী থারুর বলেন সাদা পোশাক শোকের সময় পরা হয়। তাই তিনি সর্বদা তার কাঁধে তিরঙ্গা শাল রাখেন। কিন্তু প্রশ্ন হল শোকের জন্য হলে কেন সাদা পোশাকই এত পছন্দ রাজনৈতিক নেতা-মন্ত্রীদের?

আসলে সাদা পোশাক পরার চল শুরু হয়েছিল স্বাধীনতা সংগ্রামের আমল থেকে। মহাত্মা গান্ধী যখন স্বদেশী আন্দোলনের ডাক দেন তখন দেশের মানুষেরা বিদেশী কাপড় জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। এরপর মহাত্মা গান্ধী ভারতীয় জনগণকে চরকা থেকে খাদি কাপড় পরার জন্য উদ্বুদ্ধ করেন। গান্ধীজি এটাকে স্বনির্ভরতার প্রতীক হিসেবে দেখেছিলেন।

NARENDRA MODI

আরও পড়ুন : মেয়েদের শরীরের কোন অঙ্গ দিনে ছোট থাকে, কিন্তু রাত হলেই বড় হয়ে যায়?

তখনকার দিনে খাদির তৈরি পোশাক হত সাদা রঙের। ধীরে ধীরে নেতারা সকলে সাদা রঙের কাপড় পরতে শুরু করেন। সেই চল আজ পর্যন্ত চলে আসছে। তাইতো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নেতা-মন্ত্রীদের সাদা পোশাক পরতেই দেখা যায় এখনও। তাছাড়া সাদা রঙের নিজস্ব একটা ঐতিহ্য আছে। এই রং সত্য এবং অহিংসার প্রতি। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

MAMATA BANERJEE

আরও পড়ুন : মেয়েদের শরীরের কোন অঙ্গ দিনে ছোট থাকে, কিন্তু রাত হলেই বড় হয়ে যায়?

তাছাড়া সাদা রংয়ের পোশাকের রয়েছে আরও বেশ কিছু গুরুত্ব। এই রংটি সকলের মাঝে খুবই আকর্ষণীয় দেখায়। সাদা রঙের কুর্তা, পায়জামা কিংবা শাড়ি পরলে ফুটে ওঠে সরলতা। যা জনসাধারণের মনে রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পর্কে ভাল ধারণার জন্ম দেয়।