মেয়েদের শরীরের কোন অঙ্গ দিনে ছোট থাকে, কিন্তু রাত হলেই বড় হয়ে যায়?

Amazing Facts On Human Body : ইন্টারভিউ হোক কিংবা চাকরির সাধারণ লিখিত পরীক্ষা, পরীক্ষার্থীকে সাধারণ জ্ঞানের পাশাপাশি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে উত্তর দেওয়ার প্র্যাকটিসের উপর জোর দেওয়া উচিত। কারণ ইন্টারভিউ প্রশ্নের (Interview Question And Answers) কোনও সিলেবাস নেই। আর এই নিয়মের ফাঁকেই পরীক্ষার্থীকে বিভ্রান্ত করার জন্য পরীক্ষকরা এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন যা শুনে হঠাৎ ঘাবড়ে যান পরীক্ষার্থীরা।

তবে এই প্রশ্নগুলিকে আপাতদৃষ্টিতে কঠিন বলে মনে হলেও সেটার উত্তর কিন্তু হয় খুবই সহজ। শুধু একটু মাথা খাটিয়ে উত্তর দেওয়া প্রয়োজন। আজকের এই প্রতিবেদনে রইল এমন বেশ কিছু প্রশ্ন এবং উত্তর যা বিগত দিনে ইন্টারভিউ বোর্ডের তরফ থেকে করা হয়েছে। এক নজরে দেখে বিচার করে নিন আপনি এই প্রশ্ন থেকে কোন কোন উত্তর দিতে পারছেন আর কোনটা পারছেন না।

ELECTRIC BULB

১. বৈদ্যুতিক বাল্বের ভেতর কোন গ্যাস থাকে? উত্তর : নাইট্রোজেন গ্যাস থাকে। ২. পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? উত্তর : মোট ৬ টি জাতীয় উদ্যান আছে। ৩. গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়? উত্তর : ছায়াপথ বলা হয়। ৪. ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয়েছিল কত সালে? উত্তর : ১৯১১ সালে।

৫. মরীচিকার জন্য দায়ী কে? উত্তর : আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ৬. দক্ষিণ আমেরিকার তৃণভূমি কী নামে পরিচিত? উত্তর : পম্পাস তৃণভূমি। ৭. পেট্রোলে কোন ধাতু মেশানো হয়ে থাকে? উত্তর : সিসা মেশানো হয়। ৮. হ্যারিকেন ঝড়ের উদ্ভব হয়েছিল কোন সাগরে? উত্তর : ক্যারিবিয়ান সাগরে।

2000 RUPEE NOTE

আরও পড়ুন – নাম নিলেই ভেঙে যায়, এমন কোন জিনিসের নাম নিতে পারবেন না আপনি?

৯. কত টাকার ভারতীয় নোটে মঙ্গলযানের ছবি আছে? উত্তর : ২০০০ টাকার নোটে। ১০. পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? উত্তর : ডক্টর বিধানচন্দ্র রায়কে। ১১. শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? উত্তর : ত্বক। ১২. বায়ুমন্ডলের কোন স্তরে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়? উত্তর : ট্রপোস্ফিয়ার কিংবা ক্ষুব্ধ মন্ডল।

CORNEA

আরও পড়ুন – মেয়েদের শরীরের কোন অংশ স্নানের পরেও ভিজে যায় না?

১৩. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি? উত্তর : কয়লা। ১৪. সাম্প্রতিক কোন দেশের ফুটবল ফেডারেশনকে ফিফা কাউন্সিল সাসপেন্ড করেছে? উত্তর : পাকিস্তান। ১৫. মেয়েদের শরীরের কোন অঙ্গটি দিনে ছোট থাকে, রাতে বড় হয়ে যায়? উত্তর : চোখের কর্নিয়া। শুধু মেয়েদের নয়, নারী-পুরুষ নির্বিশেষেরই রাতে কম আলোয় দেখার জন্য চোখের কর্নিয়া বড় হয়।