বিয়ে ঠিক হয়েও ভেঙেছিল সম্পর্ক! চুমকির সঙ্গে ব্রেকআপ কেন হয়েছিল জয় ব্যানার্জী

চুমকি চৌধুরী এবং জয় ব্যানার্জী, টলিউডে যেমন জনপ্রিয় ছিল এই জুটি তেমনই বাস্তবেও দুজনের কেমিস্ট্রি ছিল দারুণ। লোকেশ চৌধুরীকে বিয়ে করার আগে চুমকি জয় ব্যানার্জীর সঙ্গেই সম্পর্ক ছিলেন। দুজনের বাড়িতে থেকেও তাদের সম্পর্ক নিয়ে আপত্তি ছিল না কোনও। বিয়ে করবেন বলেও ঠিক করেন দুজনে। কিন্তু হঠাৎই ভেঙে যায় চুমকি এবং জয়ের সম্পর্ক। এতদিনে প্রাক্তনকে নিয়ে মুখ খুললেন জয় ব্যানার্জী।

অঞ্জন চৌধুরীর অভাগিনী এবং হীরক জয়ন্তী এই দুটি সিনেমার নায়ক ও নায়িকা হয়েছিলেন জয় এবং চুমকি। দুটো সিনেমাই ব্যাপক হিট হয়েছিল। তবে এই দুটি সিনেমার পর আর কোনদিনও একসঙ্গে কাজ করেননি তারা। প্রেম ভেঙে যাওয়ার পরেই নিয়েছিলেন এমন সিদ্ধান্ত। ঘরোয়া, আন্তরিক, শান্তশিষ্ট চুমকিকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল জয়ের। চুমকি বরাবরই বড়দের খুব সম্মান করতেন। বাবা-মায়ের দেখভাল থেকে ঘরবাড়ি সামলানো, একা হাতে করতেন সব কাজ। আবার জয়ের বাবা-মাকেও খুব শ্রদ্ধা করতেন তিনি। এসব দেখেই চুমকির প্রতি আরও বেশি অনুরক্ত হয়ে পড়েন জয়।

Chumki Chowdhury And Joy Banerjee

তা সত্ত্বেও এত গভীর প্রেম কেন ভেঙেছিল? এর কারণ আসলে জয় নিজেও জানেন না। তার কথায় বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও কোনও কারণ ছাড়াই তারা আলাদা হয়ে যান। তাদের সম্পর্কটা টিকলো না। এরপর আর কখনও একসঙ্গে অভিনয়ও করেননি তারা। কিন্তু এখন জীবনের এই পর্যায়ে এসে জয় অনুভব করছেন সেই সময় ব্যক্তিগত জীবনের ছায়া পেশাগত জীবনে না পড়তে দিলেই হয়তো ভালো হত।

আরও পড়ুন : ঠকিয়েছে আপনজনেরা, সব সম্পত্তি হারিয়ে আজ নিঃস্ব! কোথায় হারিয়ে গেলেন লোকেশ ঘোষ?

Chumki Chowdhury And Joy Banerjee

আরও পড়ুন : আজীবন হাসিয়েছেন সকলকে, শুভাশিস মুখার্জীর যন্ত্রণাময় জীবন জানলে চোখে আসবে জল

আজ এত বছর বাদে কিন্তু প্রাক্তন প্রেমিকার প্রতি এতটুকুও অভিমান নেই জয়ের। চুমকির জীবনকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। মা, বাবা, ভাই একে একে কাছের মানুষদের হারিয়ে ফেলেছেন তিনি। তার স্বামী লোকেশ ঘোষের সঙ্গেও তার সম্পর্কটা একেবারেই সুখের হয়নি ‌ ডিভোর্সের পর তিনি বিয়ে করেছিলেন টলিউডের এক প্রথম সারির পরিচালককে। কিন্তু প্রয়াত হয়েছেন স্বামীও। জয় চান চুমকি খুব ভালো থাকুন। তার বাকি জীবনটা যেন শান্তিতে কাটে।