Why Chumki Choudhury Left Tollywood Too Early : গোটা ৯০ দশক টলিউড (Tollywood) জুড়ে দাপিয়ে অভিনয় করেছেন পরিচালক অঞ্জন চৌধুরী (Anjan Choudhury) -র কন্যা চুমকি চৌধুরী (Chumki Choudhury)। একের পর এক হিট ছবি ‘মেজোবউ’ (Mejo Bou), ‘সেজোবউ’ (Sejo Bou) আরও কত কী। সেই সময় হল যেন উপচে পড়তো। টিকিট বিক্রি হত ব্ল্যাকে। কিন্তু জানেন কী নিজের মেয়েকে অন্য ছবি নির্মাতাদের সঙ্গে কাজ করতে দিতেন না অঞ্জন চৌধুরী? চলুন জেনে নিই সেই ঘটনা।
এক সময় অঞ্জন চৌধুরী মানেই সুপারহিট। তিনি অনেক অভিনেতা-পরিচালককে হাতে ধরে তৈরি করেছেন। তিনি বাংলা ছবির পালে এনেছিলেন জোয়ার। যদিও তার বড়ো মেয়ে চুমকি চৌধুরীর কোনো দিনই ইচ্ছা ছিল না অভিনয় করার। কিন্তু অঞ্জন চৌধুরীই তার মেয়েকে অভিনয় জগতে এনেছিলেন।
কিন্তু প্রথমবার অভিনয় করতে এসে অন্যান্য নবাগত অভিনেত্রীদের মতোই তার মধ্যে বেশ জড়তা কাজ করছিল। সে সময় নাকি কথাও জড়িয়ে যাচ্ছিল চুমকির। আর মেয়ের এমন অবস্থা দেখে ততক্ষণে চিন্তায় পড়ে গিয়েছিলেন অঞ্জন চৌধুরী। এমনকি তিনি নাকি বলেও ফেলেছিলেন ‘এ কাকে নিয়ে এলাম’! যদিও এরপর বাকিটা ইতিহাস।
বাবার হাত ধরেই একের পর এক সব সুপারহিট সিনেমা নায়িকা হয়েছেন চুমকি। আব্বাজান, মেজ বউ, হীরক জয়ন্তী, রাখি পূর্ণিমার মত সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে অভিনয় করতে করতেই আচমকা যেন কোথায় হারিয়ে গেলেন চুমকি। একটা সময় পর তিনি অভিনয় ছেড়ে দেন। বহুদিন বাদে টেলিভিশনের পর্দায় ফিরলেও এখন আর তাকে সিনেমা করতে দেখা যায় না।
কিন্তু বাবার সিনেমা ছাড়া আর কারো সিনেমায় কেন অভিনয় করেননি চুমকি? এ প্রশ্ন উঠে এসেছে বারবার। এর পিছনে রয়েছে এক অজানা কারণ। তা হল চুমকির বাবা অঞ্জন চৌধুরীর বারণ। এমনকি চুমকি চৌধুরী বাবার বারণের কারণে তরুণ মজুমদারের ভালবাসা ভালবাসার ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন। তবে একবার ‘মহাসংগ্রাম’ বলে একটি ছবি করেছিলেন তবে ওই প্রথম ওই শেষ।
আরও পড়ুন : ৮ বছর পর পর্দায় ফিরছেন জি বাংলার জনপ্রিয় অভিনেত্রী! খুশিতে আত্মহারা দর্শকরা
আরও পড়ুন : কাজ দেয়নি বলিউড, দক্ষিণী সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করেন এই ৬ বলিউড নায়িকা
কারণ ওই সিনেমায় করার সময় অভিনেত্রী দেখেন তার বাবা বারবার পরিচালক আর প্রয়োজনকে ফোন করে বলছেন ‘ছাড়, দেরি হচ্ছে কেন?’ তা শুনে নাকি অভিনেত্রীর মা বলেছিলেন ‘এমন করলে তোমার মেয়েকে কেউ কোনদিন ডাকবে না’। তবে তার জন্য আজ অব্দি কোন আক্ষেপ নেই অভিনেত্রীর। আসলে বরাবরই খ্যাতির পিছনে ছোটা নয়, তার ইচ্ছা ছিল ভালো জীবন যাপন আর সংসার করা। তবে এখন মাঝেমধ্যে সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় চুমকি চৌধুরীকে।