কোথায় হারিয়ে গেল ‘বয়েই গেল’ সিরিয়ালের অর্জুন? অভিনয় ছেড়ে এখন কী করছেন তিনি

অভিনয় ছেড়ে কোথায় হারিয়ে গেলেন ‘বয়েই গেল’ সিরিয়ালের অর্জুন?

Where Is Boyei Gelo Fame Arjun Aka Rohit Samant : যতই নতুন নতুন গল্প নিয়ে নতুন নতুন ধারাবাহিক আসুক না কেন, দর্শকরা কোথাও যেন গিয়ে মিস করেন ১০ বছরের পুরনো সেই সমস্ত জনপ্রিয় সিরিয়ালগুলোর আমেজ। যা একসময় ম্যাজিক সৃষ্টি করেছিল টেলিভিশনের পর্দায়। এরকমই একটি সিরিয়াল ছিল ‘বয়েই গেল’ (Boyei Gelo)স্টার জলসা (Star Jalsha) -য় সম্প্রচারিত এই সিরিয়ালের নায়িকা ছিলেন বাসবদত্তা চ্যাটার্জী (Basabdutta Chatterjee) এবং নায়ক ছিলেন রোহিত সামন্ত (Rohit Samanta)

সম্প্রতি জি বাংলাতে ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) সিরিয়ালে আবার দেখা যাচ্ছে কৃষ্ণা ওরফে বাসবদত্তাকে। কিন্তু অর্জুনকে শেষবারের মত শ্রীময়ী (Sreemoyee) ধারাবাহিকে দেখেছিলেন দর্শকরা। তাও প্রায় দুই বছর আগে। তারপর থেকে অভিনেতাকে আর টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না। জানেন এখন কোথায় আছেন ‘শ্রীময়ী’র জাম্বো? অভিনয় ছেড়ে এখন কী করছেন তিনি?

BOYEI GELO

রোহিত সামন্ত তার কেরিয়ার শুরু করেছিলেন প্রায় এক দশক আগে। স্টার জলসার ‘সিঁদুর খেলা’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তার দেখা মিলেছিল। হ্যান্ডসাম এই অভিনেতাকে খুবই পছন্দ করেছিলেন দর্শকরা। তিনি এরপর ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ সিরিয়ালেও অভিনয় করেন। ২০১১ সালে সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তী চ্যাটার্জীর সঙ্গে ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ ছবিতে অভিনয় করেন।

তবে রোহিতের কেরিয়ারের সবথেকে উল্লেখযোগ্য মাইলস্টোন বলা যেতে পারে ‘বয়েই গেল’ সিরিয়ালটিকে। কৃষ্ণা এবং অর্জুনের জুটিটা সেই সময় খুবই জনপ্রিয়তা পেয়েছিল। দর্শকরা আজও এই জুটিকে ভুলতে পারেননি। শেষবার শ্রীময়ী ধারাবাহিকে জাম্বো চরিত্রে অভিনয় করেও বেশ প্রশংসা অর্জন করেছিলেন রোহিত। নায়ক হোক বা পার্শ্ব চরিত্র, রোহিত নিজের দক্ষতা প্রমাণ করেছেন প্রত্যেকবার।

BOYEI GELO

কিন্তু গত দু’বছর ধরে আর টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না রোহিতকে। কারণ তিনি এখন ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে থেকে সিরিয়ালের হাল সামলাচ্ছেন। আসলে তিনি এখন বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন সফল প্রযোজক। তার প্রযোজনা সংস্থার নাম মিসিং স্ক্রু (Missing Screw)। সাহানা দত্তের সঙ্গে যৌথভাবে তিনি এই প্রযোজনা সংস্থা সামলাচ্ছেন।

BOYEI GELO

আরও পড়ুন : ‘ফুলঝুরি’ মানালির নতুন স্বামী আসলে কে জানেন? রইল অভিনেতার আসল পরিচয়

রোহিতের এই প্রযোজনা সংস্থা ‘আয় তবে সহচরী’ (Aai Tobe Sohochori) -র মত সিরিয়াল, ওটিটি প্ল্যাটফর্মের জন্য মোহমায়া, গোরা, ইন্দুর মত ওয়েব সিরিজ প্রযোজনা করেছে। সিরিয়াল হোক বা সিরিজ, রোহিতের সবকটি সিরিয়াল বেশ হিট হয়েছে। বর্তমানে স্টার জলসাতে পঞ্চমী (Panchami) এবং সন্ধ্যা তারা (Sandhyatara) নামে যে দুটি সিরিয়াল চলছে, সেগুলোও রোহিতেরই প্রযোজনা সংস্থার আওতায় চলছে এখন।

আরও পড়ুন : ৪ মাসও চলল না, বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় এই সিরিয়াল, রইল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ