বাংলা সিরিয়ালের TRP দিন দিন কমে যাচ্ছে কেন? কেন সিরিয়াল দেখছে না কেউ?

বাংলা সিরিয়াল (Bengali Mega Serial), সন্ধ্যে থেকে রাত পর্যন্ত দর্শকদের টিভির সামনে ধরে রাখার মাধ্যম। স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত সিরিয়ালগুলোই বলতে গেলে এই গুরুভার নিয়ে থাকে। তবে হালফিলে লক্ষ্য করা যাচ্ছে বাংলা সিরিয়ালের প্রতি দর্শকদের আগ্রহ যেন কমে আসছে। সাম্প্রতিক টিআরপি (TRP) তালিকা সমীক্ষা করলে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কেন দিন দিন কমে যাচ্ছে বাংলা সিরিয়ালের টিআরপি নম্বর?

দিন দিন কমে যাচ্ছে বাংলা সিরিয়ালের টিআরপি নম্বর

গত সপ্তাহের টিআরপি তালিকাতে যেমন দেখা যাচ্ছে বাংলা সিরিয়ালগুলোর টিআরপি তার আগের সপ্তাহের তুলনায় কমেছে। যেমন ‘কোন গোপনে মন ভেসেছে’ গত সপ্তাহে পেয়েছে ৭.২ নম্বর। তার আগের সপ্তাহে পেয়েছিল ৭.৮। ‘অনুরাগের ছোঁয়া’ পেয়েছে ৬.৩, আগের সপ্তাহে পেয়েছিল ৬.৫। ‘আলোর কোলে’ পেয়েছে ৫.৭। আগের সপ্তাহে পেয়েছিল ৫.৯।

ANURAGER CHHOWA

ঠিক একইভাবে ‘সন্ধ্যাতারা’ ৬.২ পেয়েছে, গত সপ্তাহে পেয়েছিল ৬.৪, ‘জল থই থই ভালোবাসা’ পেয়েছে ৫.৫, গত সপ্তাহে পেয়েছিল ৫.৫, ‘তুমি আশেপাশে থাকলে’ ৫.৪ পেয়েছে, গত সপ্তাহে ছিল ৫.৬, ‘লভ বিয়ে আজকাল’ ৫.৪ পেয়েছে, গত সপ্তাহে ছিল ৫.৩, ‘তোমাদের রাণী’ ৫.২ পেয়েছে, গত সপ্তাহে ছিল ৫.৭। অর্থাৎ সব সিরিয়ালের টিআরপি কম বেশি কমেছে। এমনটা ঘটার কারণ কী?

কেন কমছে বাংলা সিরিয়ালের টিআরপি?

বাংলা সিরিয়ালের টিআরপি এমন দিনে দিনে কমে যাওয়ার নেপথ্যে ভোটের আবহকেই দায়ী করছে স্টুডিও পাড়া। সামনে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তাই ভোটের খবরে খবরে ছয়লাপ হচ্ছে খবরের চ্যানেলগুলো। সিরিয়াল ছেড়ে তাই খবরের উপরেই নজর রাখছেন দর্শকরা। তার বড় প্রমাণ টিআরপি তালিকা।

GEETA LLB

ভোটের খবর দেখিয়ে টিআরপি নিজেদের দখলে নিয়ে নিচ্ছে খবরের চ্যানেলগুলো। তুলনায় পিছিয়ে পড়ছে ধারাবাহিকগুলো। ভোটের দিন যত এগিয়ে আসবে ততই সিরিয়ালের টিআরপি আরও নামবে বলে আশঙ্কা করছেন টিভির কলাকুশলীরা। কারণ মানুষের আগ্রহ এখন বাংলা সিরিয়ালের উপর কম, ভোটের খবরের উপরেই রয়েছে বেশি।

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের খুদে আর্টিস্টরা আসলে কে, রইল তাদের আসল পরিচয়

NEEM PHOOLER MADHU

আরও পড়ুন : ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের ‘কাঁকন’ আসলে কে? রইল খুদে অভিনেত্রীর আসল পরিচয়

শুধু ভোট নয়, আইপিএল কিংবা বিশ্বকাপ থাকলেও বাংলা সিরিয়ালের প্রতি মানুষ আগ্রহ হারাতে শুরু করেন। এর আগেও বহুবার এরকম হয়েছে। আইপিএল চলাকালীন বাংলা সিরিয়ালগুলোর টিআরপি কমেছে হু হু করে। এরপর আবার সবকিছু স্বাভাবিকও হয়েছে। তাই আগামী মে মাসের আগে পর্যন্ত টিআরপি নিয়ে খবরের চ্যানেল ও সিরিয়ালের চ্যানেলের মধ্যে টানাটানি চলবে এভাবেই।