কয়েকশো কোটির মালকিন হয়েও কেন একই শাড়ি বারবার পরেন? উত্তরে চমকে দিলেন রেখা

Why Rekha Every Time Wears Same Saree : রেখা (Rekha), বলিউড (Bollywood) -র এভারগ্রিন সুন্দরী। শুধু সৌন্দর্য বা গ্ল্যামারের কারণে নয়, তিনি তার ফ্যাশন ও ড্রেসিং সেন্সের কারণেও সবসময় ট্রেন্ডে থাকেন। ৬০ বছর পেরোলেও রেখার সৌন্দর্যের কাছে বলিউডের তাবড় তাবড় সুন্দরীদের ফিকে বলে মনে হবে। রেখাকে নিয়ে অনেক প্রশ্ন, অনেক কৌতূহল রয়েছে সাধারণের মনে। তার ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে আছে অনেক রহস্য।

রেখাকে নিয়ে ভক্তদের মনে যে প্রশ্নগুলি দানা বাঁধে তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হল তিনি কেন সবসময় একই শাড়ি পরে হাজির হন বিভিন্ন অনুষ্ঠানে? বলিউডের বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে রেখাকে যখনই দেখা গিয়েছে, তার পরনের কাঞ্জিভরম শাড়ি নজর কেড়েছে। এমন শাড়িতে রেখাকে খুবই সুন্দরী লাগে সেকথা ঠিক। তবে জানেন কি একই শাড়ি পরার পেছনে রয়েছে রেখার জীবনের একটা বড় সিক্রেট?

REKHA

বলিউডের কোনও পার্টি হোক কিংবা অ্যাওয়ার্ড অনুষ্ঠান, কাঞ্জিভরম শাড়ির সঙ্গে সোনার ভারি গয়না এবং মাথা ভর্তি সিঁদুর পরেই ক্যামেরার সামনে ধরা দেন রেখা। স্বাভাবিকভাবেই সকলের নজর থাকে তার দিকেই। একবার একটি সাক্ষাৎকারে রেখা তার শাড়িপ্রীতির কথা জানিয়েছিলেন। বলেছিলেন, বিভিন্ন পোশাকের মধ্যে তিনি শাড়ি পরতেই সবথেকে বেশি ভালবাসেন।

শাড়ি শুধু ফ্যাশন নয়, ভারতবর্ষের ঐতিহ্য। তিনি এই ঐতিহ্য বজায় রাখতেই শাড়ি পরেন। আর তাছাড়া শাড়ি পরলেই তার মায়ের কথা মনে পড়ে যায়। তিনি তার মাকে খুব কাছে অনুভব করেন। এই শাড়িগুলোর সঙ্গে জড়িয়ে আছে তার অনেক অনুভূতি। তাই তিনি শাড়ি পরতেই পছন্দ করেন। সেই সঙ্গে রেখা তার মাকেও ধন্যবাদ দেন কারণ তিনি তাকে স্টাইলিশ করে গড়ে তুলেছেন।

REKHA

সমস্ত শাড়ির মধ্যে কাঞ্জিভরম শাড়ির প্রতি রেখার আলাদাই টান কাজ করে। এই শাড়ির উৎপত্তি তামিলনাড়ুতে। জন্মসূত্রে রেখাও দক্ষিণী। তার বাবা ছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা জেমিনি গনেশান। যদিও তিনি কখনও জেমিনি গনেশনকে তার বাবা হিসেবে দাবি করতে পারেননি। কারণ জেমিনি রেখা এবং তার বোনকে নিজের মেয়ে হিসেবে স্বীকৃতিও দেননি।

REKHA AND JEMINI GANESAN

আরো পড়ুন : বিয়ের পর শ্বশুরবাড়িতে মুখ দেখাতে পারেননি, রেখাকে জুতো মেরে তাড়িয়েছিলেন শাশুড়ি

আসলে জেমিনি গনেশনের তিনটি বিয়ে ছিল। রেখার মাও ছিলেন দক্ষিণের একজন অভিনেত্রী। তাদের সম্পর্কের ফলশ্রুতিতেই রেখা এবং তার বোনের জন্ম হয়। কিন্তু তারা কখনও বাবার ভালোবাসা পাননি। তাই মা ছিলেন তাদের সবথেকে কাছের। শিশু শিল্পী হিসেবে দক্ষিণী ছবিতে কেরিয়ার শুরু করার পর রেখা বলিউডে আসেন।

আরো পড়ুন : রেখার জন্যই আজীবন অবিবাহিত থেকে গেলেন সালমান খান? ৫০ বছর পর ফাঁস হল সিক্রেট