ডিভোর্স না হতেই দোলনের সঙ্গে সহবাস! দীপঙ্কর দের প্রথম স্ত্রী কে ছিলেন?

বিবাহিত হয়েও ২৬ বছরের ছোট দোলন রায়ের সঙ্গে প্রেম! প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই নাকি দোলনের সঙ্গে সহবাস শুরু করেছিলেন দীপঙ্কর। জানেন কি অভিনেতা দীপঙ্কর দের প্রথম স্ত্রী কে ছিলেন?

দীপঙ্কর দের প্রথম স্ত্রী কে ছিলেন?

প্রথম জীবনে এক বিদেশিনীর প্রেমে পড়েছিলেন দীপঙ্কর। বাঙালি নন, দীপঙ্করের প্রথম স্ত্রী ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান। অনেক বছর প্রেমের পর দুজনের বিয়ে হয়। তাদের দুই মেয়ে রয়েছে। কিন্তু প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দোলনের সঙ্গে সহবাস শুরু করেন দীপঙ্কর। ৩৩ বছর তারা এইভাবে একসঙ্গে ছিলেন। শেষে ২০২০ সালে তারা আইন মেনে বিয়ে করেন।

Dipankar De and Dolon Roy

দীপঙ্করের প্রথম স্ত্রীর সঙ্গে দোলনের সম্পর্ক কেমন ছিল?

তবে দোলনের দাবি তিনি দীপঙ্করের সংসার ভাঙেননি। দীপঙ্করের সঙ্গে তার প্রথম স্ত্রীর ডিভোর্স হয়ে যাওয়ার পরেই তাদের সম্পর্কের সূত্রপাত হয়। তাই তাকে নিয়ে দীপঙ্করের প্রথম স্ত্রীর মনে কোনও ক্ষোভই ছিল না কোনদিনও। এমনকি দীপঙ্করের প্রথম স্ত্রীকে নাকি দোলন চোখেই দেখেননি। দীপঙ্করের দুই স্ত্রীর প্রথম দেখা হয়েছিল দীপঙ্করের বড় মেয়ের টিটির মৃত্যুর পর হাসপাতালে।

আরও পড়ুন : ৮০ বছরের দীপঙ্করের সঙ্গে শারীরিক সম্পর্ক কেমন? বেডরুম সিক্রেট ফাঁস করলেন দোলন রায়

Dipankar De and Dolon Roy

আরও পড়ুন : ৭০ পেরিয়েও বউকে কীভাবে খুশি রাখেন দীপঙ্কর, ফাঁস হল দীপঙ্কর-দোলনের দাম্পত্য সিক্রেট

দীপঙ্কর এবং তার প্রথম স্ত্রী দুজনেই যখন মেয়ের শোকে কাতর হয়ে পড়েছিলেন, তখন দোলনই তাদের দুজনকে সামলেছিলেন। দোলন আজও বৃদ্ধ দীপঙ্করকে আগলে রাখছেন তার ভালোবাসায়। দোলনকে দীপঙ্কর দের ঘরভাঙ্গার জন্য দায়ী করা হয়েছে বারবার। কিন্তু দোলন বরাবরই বলেছেন দীপঙ্করের প্রথম স্ত্রীর তার প্রতি কোনও অভিযোগ কখনোই ছিল না। তিনিও দীপঙ্করের প্রথম স্ত্রীকে বরাবর সম্মান করে এসেছেন।