দেশের সব থেকে ধনী অভিনেত্রী কে? জেনে নিন কে কত কোটির মালকিন

বলিউডের তারকাদের (Bollywood star) পারিশ্রমিক নিয়ে মাঝে মধ্যেই নানা খবর পাওয়া যায়। সলমন, শাহরুখ, অক্ষয়দের পারিশ্রমিক এখন বহু হলিউড তারকাদের চেয়েও বেশি। তাই তাদের সম্পত্তির পরিমাণ (Amount of property) কম নয়। কিন্তু পিছিয়ে নেই বলিউডের অভিনেত্রীরা (Bollywood actress) একটি ছবির জন্য মোট অঙ্কের টাকা নেন। এই প্রতিবেদনে দেওয়া হয়েছে বলিউড ও দেশের সবচেয়ে ধনী অভিনেত্রীদের নাম।

ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan): প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। বলিউডের পাশাপাশি হলিউডের ছবিতেও তিনি অভিনয় করেছেন। সম্প্রতি তাকে তামিল ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’তে দেখা গিয়েছে। তিনি বলিউডের সবচেয়ে ধনী অভিনেত্রী। তার সম্পত্তির পরিমাণ ১০০ মিলিয়ন ডলার।

PRIYANKA CHOPRA

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra): ঐশ্বর্য রাই বচ্চনের মতো বর্তমান সময় বলিউডের পাশাপাশি হলিউডেও দেখা যাচ্ছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি দেশের ধনী অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তার সম্পত্তির পরিমাণ ৭০ মিলিয়ন ডলার।

করিনা কাপুর (Kareena Kapoor): হলিউডের ছবিতে অভিনয় না করলে হিন্দি ছবির দর্শকরা এক ডাকে চেনেন অভিনেত্রী করিনা কাপুরকে। গত বছর ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। সেই ছবিতে মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। বর্তমান সময় তার মোট সম্পত্তির পরিমাণ ৬০ মিলিয়ন ডলার।

DEEPIKA PADUKONE

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone): ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার ছবি দিয়ে এই বছর শুরু করেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এরপর আরও জনপ্রিয় ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে। তিনিও একটি ছবির জন্য অনেক টাকা পারিশ্রমিক নেন। এখন তার সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন ডলার।

অনুষ্কা শর্মা (Anushka Sharma): বলিউড প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন অনুষ্কা শর্মা। তিনি অভিনয়ের পাশাপাশি নিজের একটি প্রযোজনা সংস্থাও চালান। তাই তার সম্পত্তির পরিমাণ অনেক অভিনেতার থেকেও বেশি। এখন পর্যন্ত তার মোট সম্পত্তির পরিমাণ ৩৬ মিলিয়ন ডলার।

MADHURI DIXIT

মাধুরী দীক্ষিত (Madhuri Dixit ): নব্বইয়ের দশকের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মাধুরী দীক্ষিত। তিনি বলিউডের ধনী অভিনেত্রীদের তালিকায় ছয় নম্বরে রয়েছেন। বর্তমান সময় তার মোট সম্পত্তির পরিমাণ ৩৪ মিলিয়ন ডলার।