কেউ স্কুল ফেল, কেউ টেনেটুনে মাধ্যমিক! কাপুর পরিবারে কার পড়াশুনার দৌড় কতদূর

কেউ ক্লাস সিক্সে পড়তেই ফেল, কেউ আবার টেনেটুনে মাধ্যমিক। বলিউডের সব থেকে বড় তারকা পরিবার, কাপুর পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতার হাল খুবই করুণ। আসলেই খুব ছোট বয়সে অভিনয় জীবনে প্রবেশ করার কারণেই পড়াশোনার প্রতি আর আলাদা করে মন দিতে পারেন না কাপুর পরিবারের সদস্যরা। স্কুলে থাকতে থাকতেই তারা অভিনয়ে জীবনে পা রাখেন। তবে জানেন কি এই সুপারস্টার পরিবারের এমন একজন সদস্য রয়েছেন যিনি পরিবারের প্রচলিত ট্রেন্ডের বাইরে বেরিয়ে পড়াশোনার পথেই এগিয়েছেন।

কাপুর পরিবারের সবথেকে শিক্ষিত সদস্য কে?

কাপুর পরিবারের বেশিরভাগ সদস্য বলিউডে ভাগ্য পরীক্ষা করতে নেমেছেন। তবে ব্যতিক্রম কেবল বিশ্বপ্রতাপ কাপুর। তিনি শাম্মি কাপুরের নাতি। শাম্মি কাপুর এবং গীতা বালির দুটি সন্তান, আদিত্য রাজ কাপুর এবং কাঞ্চন কাপুর। আদিত্য রাজ কাপুর প্রথমে বলিউডে পা রেখেছিলেন। কিন্তু সেভাবে সফল হতে না পেরে তিনি বলিউড ছেড়ে দেন। তার স্ত্রী প্রীতি কাপুর। আদিত্য এবং প্রীতির দুটি সন্তান রয়েছেন, ছেলে বিশ্বপ্রতাপ কাপুর এবং মেয়ে তুলসী কাপুর।

Vishwa Pratap Kapoor

বিশ্বপ্রতাপ কাপুর কে?

বিশ্বপ্রতাপের জন্ম হয় ১৯৮৩ সালের ১৮ই আগস্ট। তিনি বোম্বে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাসোসিয়েশনে পড়াশোনা করেছিলেন। গাড়ি, কম্পিউটার এবং এয়ার রাইফেল শুটিং ও বিমানের উপর তার আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। বিশ্বপ্রতাপ কাপুর হিউস্টন বিশ্ববিদ্যালয় এবং ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন। কাপুর পরিবারে এতটা পড়াশোনা করার রেকর্ড আর কোনও সদস্যের নেই। এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রই আছেন এবং সেখানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন।

আরও পড়ুন : বলিউড তারকাদের মধ্যে কার সম্পত্তির পরিমাণ কত? কে সবথেকে বেশি ধনী?

KAPOOR FAMILY

আরও পড়ুন : কাপুর পরিবারের সুপারস্টারদের আসল নাম কি? ৯৯% মানুষ জানেন না

কাপুর পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা

পৃথ্বীরাজ কাপুর : বিএ পাশ।

শাম্মি কাপুর : মাধ্যমিক পাশ।

রাজ কাপুর : ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা।

শশী কাপুর : স্কুলের গণ্ডি পার হননি।

রণধীর কাপুর : মাধ্যমিক পাশ।

ঋষি কাপুর : মাধ্যমিক পাশ।

করিশ্মা কাপুর : মুম্বাইয়ের সোফিয়া কলেজে ভর্তি হলেও পড়াশোনা মাঝপথে ছেড়ে দেন।

করিনা কাপুর : মিঠিবাই কলেজে ভর্তি হলেও পড়াশোনা ছেড়েছিলেন মাঝপথে।

ঋদ্ধিমা কাপুর : ডিজাইনিং এন্ড মার্কেটিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রী পেয়েছেন।

রণবীর কাপুর : নিউইয়র্কের লি স্ট্রাসবার্গ থিয়েটার এন্ড ফিল্ম ইনস্টিটিউটে পড়েছিলেন রণবীর।

আলিয়া ভাট : আলিয়া মাধ্যমিক পাশ করার পর আর পড়েননি।