বলিউডের নেপো কিং করণ জোহারকে দুচোখে সহ্য করতে পারেন না দর্শকরা। তার জন্য বহু যোগ্য অভিনেতা এবং অভিনেত্রীরা সিনেমায় চান্স পাচ্ছেন না! উল্টোদিকে অযোগ্য স্টারকিডদের ধরে এনে অখাদ্য ছবি বানানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টলিউডও কিন্তু নেপোটিজমের দিক থেকে পিছিয়ে নেই। পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তার আপন ভাগ্নি।
রাজ চক্রবর্তীর ভাগ্নি সৃষ্টি পাণ্ডে
পরিচালক রাজ চক্রবর্তীর ভাগ্নি সৃষ্টি পাণ্ডে। এখন অবশ্য তিনি অল্পস্বল্প অভিনয়ও করেন। রাজের প্রযোজনা সংস্থার বেশ কিছু সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের সঙ্গে সঙ্গে মামার সহকারী হিসাবে কাজ করেন সৃষ্টি। রাজের ভাগ্নি হিসাবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আগেও চর্চা হয়েছে। সৃষ্টি তাঁর প্রেম নিয়ে কোনও দিনই লুকোছাপা করেন না। আগে রীতিমতো আলোচনা হয়েছিল তাঁর প্রেমিক অনির্বাণ বিশ্বাসকে নিয়ে। তিনিও নাকি পেশায় অভিনেতা। তবে তাঁরা দু’জনেই যে চলচ্চিত্র জগতে খুব পরিচিত, তেমনটা নয়।
বর্তমানে তাকে ‘গোধূলি আলাপ’ ধারাবাহিককে অভিনয় করতে দেখা যাচ্ছে। ‘ফেলনা’ শেষ হয়ে যাওয়ার পর মামারই আরেকটা প্রজেক্টে পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি। এই ধারাবাহিকে উকিলবাবু অরিন্দম রায়ের বোনের মেয়ে ডোনা চরিত্রে অভিনয় করছেন সৃষ্টি।
Who Is Shristi Pandey?
টলিউড পরিচালক মামা ও মামি শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে কিন্তু দারুণ সম্পর্ক রয়েছে সৃষ্টির। যদিও শুভশ্রীর সঙ্গে তার সম্পর্কটা একেবারেই বন্ধুর মত। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে মামা-মামী এবং ছোট্ট ভাই ইউভানের সঙ্গে নানা ছবি শেয়ার করতে দেখা যায় তাকে।
খুব অল্প সময়ের মধ্যে এই দর্শকদের মাঝে ভালই সাড়া ফেলে দিয়েছেন সৃষ্টি। তিনি তার অভিনয়ের সুবাদে ইতিমধ্যে ইনস্টাগ্রামে ৩৫ হাজার ফলোয়ার্স পেয়ে গিয়েছেন। শুভশ্রী এবং ইউভানের সঙ্গে মাঝেমধ্যেই নানা মজার মজার ভিডিও তিনি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়।
এই মুহূর্তে বাংলা টেলিভিশনের আরেক অভিনেতা অর্ণব বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। অর্ণব এই মুহূর্তে স্টার জলসারই ‘বৌমা একঘর’ ধারাবাহিকে অভিনয় করছেন। সোশ্যাল মিডিয়াতে তাদের এক সঙ্গে দেখলে নানা গুঞ্জন ওঠে।