রাজ চক্রবর্তীর কাছের মানুষ! ‘সন্ধ্যাতারা’র নায়ক নীল আসলে কে জানেন?

রাজ চক্রবর্তীর কাছের মানুষ ‘সন্ধ্যাতারা’র এই নায়ক, তার পরিচয় চমকে দেবে

Avatar

Published on:

Sandhyatara Serial Neel : টেলিভিশনের পর্দায় এখন হরেকরকম নতুন সিরিয়ালের মেলা। সম্প্রতি তেমনই স্টার জলসা (Star Jalsha) -র পর্দায় শুরু হয়েছে ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। সাড়ে সাতটার স্লটের ‘মেয়েবেলা’ ধারাবাহিককে সরিয়ে সেই জায়গায় এসেছে এই নতুন মেগা। এখানে মুখ্য ভূমিকায় অভিনয়  করছেন অন্বেষা হাজরা। আর তার বিপরীতে আছেন নবাগত সৌরজিত্‍ বন্দ্যোপাধ্যায় (Sourajit Banerjee)। কিন্তু জানেন কি এই অভিনেতা কিভাবে এই ধারাবাহিকে সুযোগ পেলো? চলুন জেনে নিই।

সৌরজিত্‍ বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের ছেলে। তার পরিবারে রয়েছেন মা, বাবা, দিদি। কিন্তু পড়াশোনার সূত্রে বেলুড়ে থাকেন। লিলুয়া ডনবস্কো স্কুলে পড়াশোনা শেষের পরে পড়েছেন আশুতোষ কলেজে। বর্তমানে তার বয়স ২৮ বছর। তবে ছোট থেকেই তার অভিনয়ের শখ। এমনকি তিনি ছোট থেকে ইংরেজি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।

SANDHYATARA

কয়েকটি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন সৌরজিৎ। আবার সে নাকি রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ টিমেরও অংশও। তবে টেলিপাড়ায় একেবারেই পরিচিত মুখ নন সৌরজিৎ। সন্ধ্যাতারা ধারাবাহিকের মধ্যে তিনি ছোটপর্দায় প্রথম কাজ করবেন। এই ধারাবাহিকে তার চরিত্রের নাম আকাশনীল।

এমনকি এই অভিনেতা পড়াশোনা শেষ হওয়ার পর একটি বহুজাতিক সংস্থায় বেশ কিছুদিন চাকরি করেছিলেন। আর তার পরেই তিনি এই ছোটপর্দায় কাজ করার সুযোগ পেয়ে যান। অন্যান্য অভিনেতার মত আরো আগামী দিনে বড় পর্দায় এবং সিরিজ়ে কাজ করার স্বপ্ন দেখেন। কিন্তু এখন প্রশ্ন কীভাবে এই ধারাবাহিকের জন্য মনোনীত হলেন তিনি?

SANDHYATARA

এই প্রসঙ্গে এদিন অভিনেতা বললেন, “আমি ছোট থেকে ইংরেজি থিয়েটার করেছি। অভিনেতা হওয়ার স্বপ্ন বরাবরের। প্রচুর সংগ্রাম করেছি। মুম্বইয়ে দু’টি মিউজ়িক ভিডিয়োয় কাজ করেছিলাম। মুম্বইয়ে থাকাটাও বেশ কঠিন হয়ে উঠেছিল। সেখানে অভিনয়ও শেখা শুরু করি। তার বেশ কিছু দিন পরে কলকাতা ফিরে আসি। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে আলাপ হওয়াটা আমার জীবনের অন্যতম আশীর্বাদ। দাদার সহকারী হিসাবে কাজও করেছি বেশ কিছু দিন। তার পরেই এই সিরিয়ালে কাজের সুযোগ আসে।”

SANDHYATARA

আরো পড়ুন : বাংলার সবথেকে দামী সঞ্চালক! রিয়েলিটি শো থেকে এই তারকার পারিশ্রমিক জানলে রচনা-মিঠুনও লজ্জা পাবে

সৌরজিত্‍ আরো জানিয়েছেন, ‘প্রথমে প্রযোজনা সংস্থার থেকে ফোন আছে আমার কাছে। প্রথমে তো আমার বিশ্বাসই হচ্ছিল না। তারপর ৮ দফা অডিশন দিয়ে তবে এই চরিত্রে আমার মনোনয়ন হয়েছে। ভীষণ ভাল লাগছে কাজ করে। আমাদের পরিচালক ভীষণ প্রাণবন্ত, টিমের সবাইও ভীষণ ভাল।’

আরো পড়ুন : ৫ বছরের সম্পর্ক শেষ, আলাদা হয়ে গেলেন সিরিয়ালের জনপ্রিয় এই জুটি