শন, আদৃত অতীত! বাংলা সিরিয়ালের নতুন ক্রাশ ‘মেয়েবেলা’র ডোডোদা, রইল পরিচয়

সদ্য স্টার জলসাতে (Star Jalsha) শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘মেয়েবেলা’ (Meyebela)। শুরুর মাত্র কয়েকদিনের মধ্যেই এই সিরিয়ালটি দর্শকদের মন জয় করে নিয়েছে। কারণ এই সিরিয়ালের গল্পটা আর পাঁচটা ধারাবাহিকের থেকে একেবারেই আলাদা। রূপা গাঙ্গুলী, স্বীকৃতি মজুমদার এবং বাংলা সিরিয়ালের নামিদামি কিছু তারকাদের নিয়ে সিরিয়ালটি বেশ ভালই সাড়া পাচ্ছে দর্শকদের থেকে। সেই সঙ্গে নজর কাড়ছে ধারাবাহিকের নায়ক ডোডোও।

বাংলা সিরিয়ালে প্রধানত নায়ক-নায়িকাই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। স্বীকৃতি মজুমদারকে বাংলা সিরিয়ালের দর্শকরা বেশ চেনেন। কিন্তু তুলনামূলকভাবে ডোডো ওরফে অর্পণ ঘোষাল (Arpan Ghoshal) স্টার জলসার দর্শকদের কাছে একেবারেই নতুন মুখ। যদিও এর আগে তাকে কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেস বাড়ি’ সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। কিন্তু স্টার জলসাতে এটাই তার প্রথম প্রজেক্ট।

arpan ghoshal in meyebela

অর্পণ ঘোষাল কিন্তু তার প্রথম সুযোগেই কার্যত কিস্তিমাত করে দিয়েছেন। ডোডো এবং মৌয়ের মধ্যে প্রেমের সম্পর্ক এখনও গড়ে না উঠলেও তাদের সম্পর্কটা দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে এখনই। যদিও শুরুতে অবশ্য নায়ক হিসেবে অর্পণকে দেখে সকলেই তা সমালোচনা করে বলছিলেন তাকে নাকি মানাচ্ছে না। তার কারণ তিনি নাকি সেরকম হ্যান্ডসাম এবং স্মার্ট নন। তবে সব ধারণা ভুল প্রমাণ করে দিয়েছেন অর্পণ।

সাধারণ একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে ডোডো। পেশায় সে একজন ডাক্তার। মা এবং বাড়ির প্রতি ভীষণ দায়িত্ববোধ তার। সেই সঙ্গে মৌয়ের প্রতি তার আলাদাই সহানুভূতি কাজ করে। মা-বাবা হারা মেয়ে মৌ তার মাসির বাড়িতে লাথি-ঝাঁটা খেয়ে মানুষ হচ্ছে। ডোডোর বাড়িতেই ভাড়া থাকে তারা। কিন্তু ডোডোর মা মৌকে সহ্য করতে পারেন না। তার কারণ মৌয়ের মায়ের সঙ্গে তার অতীতের কিছু তিক্ততা রয়েছে।

meyebela serial in star jalsha

ডোডোর মা বীথি মৌকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। তার সব সময় ভয় হয় মৌ হয়তো তার ছেলে ডোডোকে হাত করে ফেলবে। এরই মধ্যে ডোডোর সঙ্গে তার প্রেমিকা চাঁদনীর বিয়ে ঠিক হয়েছে। বৌমা হিসেবে চাঁদনীকে খুবই পছন্দ বীথির। ছেলের বিয়ে নিয়ে তিনি বেজায় উৎসাহিত। যদিও শেষমেষ ডোডোর বিয়ে চাঁদনীর সঙ্গে হবে নাকি মৌয়ের সঙ্গে সেটা কয়েকটা এপিসোড পরেই জানা যাবে।

Meye Bela Serial On Star Jalsha

ডোডো কিন্তু খুব সুন্দর করে মায়ের বিরুদ্ধে গিয়ে সব সময় মৌয়ের পাশে থাকার চেষ্টা করে। তাই যারা প্রথমে বলেছিলেন নায়ক হিসেবে অর্পণকে মানাচ্ছে না তারা এখন সুর বদলে ফেলেছেন। দর্শকরা তার অভিনয়ের প্রশংসা করছেন। কেউ লিখছেন, ‘একটা পার্টিকুলার ইমেজ বা লুকাসের বাইরে আনকনভেনশনাল কিছু এলেই সেটা অনেকে হজম করতে পারেনা। But i find him really really handsome..কেমন একটা আলাদা রকমের handsome। অভিনয় নিয়ে তো কিছু বলারই নেই, থিয়েটার artist,খুবই ভাল অভিনয় করে।’