সুপারস্টার বাবার সুপারফ্লপ ছেলে, একাধিক সুযোগ পেয়েও বলিউডে চূড়ান্ত ফ্লপ এই স্টার কিডরা

বাবা কিংবা মা সুপারস্টার হলেই তাদের সন্তানরাও উত্তরাধিকার সূত্রে তারকা হতে পারবেন এমন নিশ্চয়তা বলিউডে (Bollywood) নেই। গডফাদার থাকলে বলিউডে প্রবেশের পথ মসৃণ হয় ঠিকই কিন্তু প্রতিভা না থাকলে এই ইন্ডাস্ট্রিতে টেকা যায় না। বলিউডে এমন নজির রয়েছে অনেক। সুপারস্টার বাবার দৌলতে বলিউডে পা রেখেও ছিটকে যেতে হয়েছে ‌তাদের সন্তানদের। রইল বলিউডের সেই ৬ সুপারস্টার বাবার ফ্লপ স্টার সন্তানদের তালিকা।

কুমার গৌরব (Kumar Gourav) : ৭০ এর দশকের হ্যান্ডসাম সুপারস্টার রাজেন্দ্র কুমারের ছেলে কুমার গৌরব। বাবা সুপারস্টার হওয়ায় ছেলের বলিউডে প্রবেশের পথ ছিল প্রশস্ত। ‘লাভ স্টোরি’ ছবিতে অভিনয় করে নজরও কেড়েছিলেন তিনি। তবে এই একটিমাত্র হিট সিনেমার পর আর কোনও হিট ছবি তিনি বলিউডকে দিতে পারেননি। সুপারস্টার বাবার ইমেজও তার আর কোনও কাজে আসেনি।

Kumar Gourav

ফারদিন খান (Fardeen Khan) : ‘প্রেম আগন’ ছবির হাত ধরে তিনি বলিউডে প্রবেশ করেন। বলিউডে বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন। সুদর্শন চেহারার জন্য খুব তাড়াতাড়িই মহিলাদের হার্টথ্রব হয়ে ওঠেন তিনি। তবে অভিনেতা ফিরোজ খানের ছেলে বলিউডে খুব বেশিদূর এগোতে পারেননি। বলিউড থেকে এক প্রকার হারিয়েই গিয়েছেন তিনি।

উদয় চোপড়া (Uday Chopra) : যশ চোপড়ার দুই ছেলের মধ্যে ছোট ছেলে ‌উদয় চোপড়া বলিউডে পা রাখলেও নাম অর্জন করতে পারেননি। বাবার পরিচালনার বেশ কিছু ছবিতে কাজের সুযোগ পেয়েছিলেন তবে তার নামের পাশে পার্শ্বচরিত্রের অভিনেতার ট্যাগ লেগে যায়। এখন আর তাকে বলিউডে দেখা যায় না।

মিমো চক্রবর্তী (Mimo Chakraborty) : মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তীও সুপারস্টার বাবার মত বলিউড স্টার হতে চেয়েছিলেন। ‘জিমি’ ছবির হাত ধরে তিনি বলিউডে প্রবেশ করেন। এছাড়া ‘হান্টেড 3D অ্যানিমে’, ‘লুট’ ছবিতেও তিনি অভিনয় করেন। তবে এবার তিনিও ক্রমে ফ্লপ স্টারেই পরিণত হন।

রাহুল খান্না (Rahul Khanna) : বলিউডের সুপারস্টার অভিনেতা বিনোদ খান্নার ছেলে ‌রাহুল মীরা নায়ারের ‘আর্থ’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। বিনোদ খান্নার আরেক ছেলে অক্ষয় খান্না বলিউডে বেশ সুনাম অর্জন করতে পারলেও রাহুলের কেরিয়ার পুরোপুরি ফ্লপ হয়।

অর্জুন কাপুর (Arjun Kapoor) : বলিউড পরিচালক বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরও বলিউডে পা রেখেছেন বহু আগে। যশরাজ প্রোডাকশনের ব্যানারে ‘ইশকজাদে’ ছবির হাত ধরে ডেবিউ করেছিলেন অর্জুন। তবে এখনও পর্যন্ত তার কেরিয়ার সফল নয়।