বিধর্মীকে ‘নিকাহ’ করে হিন্দুদের রোষে, পাশে নেই পরিবার, রইল বাঙালি নায়িকা দেবলীনার প্রকৃত পরিচয়

সদ্য মনের মানুষের সঙ্গে বিয়েটা সেরেছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় নায়িকা ‘গোপী বহু’ (Gopi Bahu)। সোশ্যাল মিডিয়াতে বিয়ের সুখবর শুনিয়ে সাধারণত শুভেচ্ছা বার্তা এবং শুভ কামনাই পেয়ে থাকেন সকলে। তবে হিন্দি সিরিয়ালের (Hindi mega serial) বাঙালি নায়িকা দেবলীনা ভট্টাচার্যের (Devoleena Bhattacharya) কপালে ভাল কিছু জুটলো না। পরিবার হোক বা সমাজ, বিয়ে করে অবিরাম অভিশাপ কুড়াচ্ছেন অভিনেত্রী।

বর্তমানে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে রয়েছে তাকে নিয়ে। মুসলমান প্রেমিককে বিয়ে করা নিয়ে তার ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ছেন সোশ্যাল মিডিয়ার মানুষেরা। অনেক কটাক্ষ সহ্য করতে হচ্ছে তাকে এবং তার নববিবাহিত স্বামীকে। তিনি বিয়ে করেছেন নিজের জিম প্রশিক্ষক শেহনাওয়াজ শেখকে। হিন্দি সিরিয়ালের সাদাসিধে সংস্কারী বৌমা যে এমন কান্ড ঘটিয়ে বসবেন, আশা করতে পারেননি ভক্তরা।

দেবলীনা জন্ম হয়েছিল আসামে। বর্তমানে তিনি থাকেন গুরুগ্রামে। ৩৭ বছর বয়সে এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নাচ বিশেষ করে ভারতনাট্যমে একজন পারদর্শী শিল্পী। পড়াশোনা শেষ করে প্রথমে তিনি গয়নার ডিজাইনার হিসেবে কাজ করতে শুরু করেন। এরপর নাচের রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্সের অডিশনে অংশ নিয়েছিলেন তিনি। এরপর ২০১১ সালে ‘সাওয়ারে সবকে স্বপ্নে প্রীতো’ সিরিয়াল দিয়ে শুরু হয় অভিনয়ে দুনিয়াতে তার যাত্রা।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ৫ বছর স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘সাথ নিভানা সাথিয়া’র মুখ্য চরিত্রে অভিনয় করেন দেবলীনা। এই একটি মাত্র সিরিয়াল করেই তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। দাপুটে শাশুড়ির সংসারের নম্র, মুখচোরা, ঘরোয়া গৃহবধূর চরিত্রে দারুণ মানিয়েছিল তাকে। ২০২০ সালে এই সিরিয়ালের দ্বিতীয় পর্ব আসে এবং সেখানেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন দেবলীনা। ২ বছর চলার পর বন্ধ হয়ে যায় সিরিয়ালটি।

সিরিয়ালের পাশাপাশি বিগ বসে পরপর তিনটি সিজনে তার দেখা মিলেছে। বিগ বস ১৩, ১৪ এবং ১৫ তম সিজনে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন দেবলীনা। হিন্দি সিরিয়ালের সফল অভিনেত্রীর প্রেমিকের পরিচয় নিয়ে অনেক জল্পনা ছিল। তবে কখনও প্রেমিকের নাম প্রকাশ্যে আনেননি তিনি। শেষমেষ শেহনাওয়াজের সঙ্গে ‘নিকাহ’ সেরে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি শেয়ার করে তিনি স্বামীকে উদ্দেশ্য করে লিখেছিলেন, “হ্যাঁ, আমি চিরকালের জন্য তোমার হলাম, চিরাগ নিয়ে খুঁজলেও তোমার মতো কাউকে পেতাম না। আমার সব কষ্টের জবাব তুমি। তোমাকে খুব ভালবাসি সোনু।” তারপর ভক্তদের উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘‘এই হল সেই রহস্যময় মানুষ, আপনাদের সকলের জামাইবাবু।’’