জুটেছিল ‘যৌনকর্মী’র তকমা, জাতীয় ক্রাশ হয়ে ওঠার আগে এই কাজ করতেন রশ্মিকা মন্দানা

দক্ষিণী নায়িকা রশমিকা মন্দানাকে (Rashmika Mandana) আজ গোটা ভারতবর্ষ চেনে। যারা চিনতেন না তারাও ইদানিং ‘শ্রীবল্লী’ ও ‘সামি সামি’ গানের দৌলতে বেশ চিনে নিয়েছেন। সিনে জগতে অল্প কিছুদিন আগেই তার আবির্ভাব হয়েছে। তবে মাত্র কয়েক বছরের মধ্যেই রশ্মিকা সিনেপর্দায় যেন জাদু সৃষ্টি করেছেন। তিনি আজ জাতীয় ক্রাশ, বহু পুরুষের হার্টথ্রবও!

রশ্মিকার জন্ম হয়েছে কোডাগুতে। তবে তিনি বড় হয়ে উঠেছেন কুর্গে। অভিনয় জগতে ২০১৬ সালে পা রেখেছিলেন রশ্মিকা। অভিনয় জগতে আসার আগে তিনি মডেলিং করতেন। ২০১২ সাল থেকে তিনি মডেলিং করছেন। একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন। তামিল এবং কন্নড় ছবির পাশাপাশি তেলেগু ছবিতেও ডেবিউ করে ফেলেছেন। অদূর ভবিষ্যতে বলিউডেও পা রাখবেন এই দক্ষিণী নায়িকা।

‘কিরিক পার্টি’ ছবির হাত ধরে অভিনয়ের সুযোগ পান তিনি। এরপর ‘অঞ্জনিপুত্র’, ‘ছমক’, ‘ইজমন’ নামের একাধিক সুপারহিট দক্ষিণী ছবিতে তাকে দেখা গিয়েছে। এরপর ‘ছলো’ ছবির মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতেও তার ডেবিউ হয়। তারপর একে একে ‘গীতগোবিন্দম্’, ‘দেবদাস’, ‘ডিয়ার কমরেড’, ‘ভীষ্ম’ ছবিতে অভিনয় করেন। ক্রমে তার পরিচিতি বাড়তে থাকে। তার কেরিয়ারের জন্য এই ছবিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা’ ছবিতে অভিনয় করেও নজর কেড়েছেন অভিনেত্রী। তার নাম এখন সিনে প্রেমীদের মুখে মুখে ফিরছে। শীঘ্রই বলিউডেও পা রাখবেন নায়িকা। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মজনু’ ছবিতে শীঘ্রই দেখা মিলবে তার। এছাড়াও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ছবিতেও তিনি অভিনয় করেছেন। এখনও পর্যন্ত মাত্র হাতে গোনা ১৪ টি ছবিতে কাজ করেছেন রশ্মিকা। যার প্রতিটিই প্রায় সুপারহিট।

তবে এত ভালবাসার মধ্যেও নেটমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছিলেন রশ্মিকা, যার ফলে একটা সময়ে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন রশ্মিকা। একের পর এক কটাক্ষ শুনতে শুনতে একটা সময় ক্লান্ত হয়ে গিয়েছিলেন রশ্মিকা। মানসিক অবসাদে ভুগতে শুরু করেন রশ্মিকা। একটি সাক্ষাৎকারে নিজের শরীর নিয়ে কটাক্ষের বিরুদ্ধ রুখে দাঁড়িয়েছেন রশ্মিকা (Rashmika Mandana)।

রশ্মিকা (Rashmika Mandana) জানিয়েছেন, শরীরী, গায়ের রং, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন তার মনে হতো, বাইরের লোকের সামনে যেন নগ্ন অবস্থায় তিনি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। তবে শুধু শরীর নয়, তার পরিবারকেও বাদ রাখা হয়নি এর থেকে।এক নেটিজেন রশ্মিকার ছবিতে লিখেছিলেন দাগার, যাকে কন্নড় ভাষায় বলা হয় যৌনকর্মী।